‘লোয়ার জিআই’
চিকিৎসা বিজ্ঞান এখন আগের চেয়ে অনেক বেশি উন্নত। রোগ যত জটিলই হোক, সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শে তা নিরাময় করা সম্ভব। বর্তমান সময়ের একটি জটিল রোগ হল লোয়ার জিআই (GI) উপসর্গ। ‘গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ব্লিডিং’ হল এমন এক অবস্থা, যেখানে পুরো ‘ডাইজেস্টিভ ট্র্যাক্ট’ বরাবর কোথাও থেকে রক্তক্ষরণ শুরু হয় এবং মলদ্বারের মুখে গিয়ে শেষ হয়। রক্তপাত অল্প সময়ের জন্যে হলেও তীব্র বা গুরুতর হতে পারে কিংবা কম গুরুতর কিন্তু একটানা বহু বছর দীর্ঘায়িত হতে পারে।
এই রোগের বিষয়ে আলোকপাত করে সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সঙ্গে এক সাক্ষাৎকারে এইচ পি ঘোষ হাসপাতালের সার্জিক্যাল কনসালট্যান্ট, জেনারেল এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সার্জন চিকিৎসক অতীন্দ্রিয় বিশ্বাস বলেছেন, “পাইলস, ফিশচুলা, ফিশার এবং ক্যানসারের মতো মলদ্বারের রোগগুলি নিয়ে সাধারণ মানুষ এখনও বেশ ভয়েই থাকেন। অথচ সঠিক সময়ে চিকিৎসা করলে এই রোগগুলিও ১০০ শতাংশ নিরাময় করা সম্ভব। পাইলস, ফিশচুলা বা ফিশারের জন্যে বেশির ভাগ ক্ষেত্রেই অস্ত্রোপচার করার প্রয়োজন পড়ে। তাই প্রাথমিক পর্যায়েই মলদ্বার থেকে রক্তক্ষরণ বা কোনও রকম অস্বস্তি বোধ হলে চিকিৎসকের সঙ্গে অবিলম্বে পরামর্শ করা দরকার।”
এ ছাড়াও চিকিৎসক বিশ্বাসের মতে, “লোয়ার জিআই (GI) উপসর্গের সবচেয়ে গুরুতর পরিস্থিতি হল ক্যানসার। প্রাথমিক পর্যায়ে ক্যানসারের ক্ষেত্রে বেশ কিছু সুপ্ত উপসর্গ দেখা যায়। সেগুলির দিকেও বিশেষ নজর দেওয়া উচিত।”
সবিস্তার জানতে নীচের লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখুন:
লোয়ার জিআই (GI) উপসর্গ নিয়ে ভয়ের কোনও কারণ নেই। সঠিক সময়ে, প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করলে সমস্ত রোগই নিরাময় করা সম্ভব।
এই প্রতিবেদনটি ‘এইচ পি ঘোষ হাসপাতাল’—এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy