টেকনো ইন্ডিয়া ডামা হেল্থকেয়ার অ্যান্ড মেডিক্যাল সেন্টার
শহর কলকাতার কর্মচঞ্চল এলাকায় অবস্থিত টেকনো ইন্ডিয়া ডামা হেলথকেয়ার অ্যান্ড মেডিক্যাল সেন্টার স্বাস্থ্য পরিষেবায় এক ব্যতিক্রমী নাম। ইএম বাইপাস সংলগ্ন চিংড়িঘাটার কাছেই এই হাসপাতাল। ৩০০ শয্যা বিশিষ্ট এই মাল্টিস্পেশ্যালিটি সার্জিক্যাল হাসপাতালে সমস্ত ধরণের অত্যাধুনিক চিকিৎসার সুবন্দোবস্ত আছে এবং কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত এই হাসপাতাল চিকিৎসা ক্ষেত্রে উৎকর্ষের কেন্দ্র হয়ে উঠেছে।
এক ছাদের নীচে ‘মাল্টি-স্পেশ্যালিটি’:
পূর্ণাঙ্গ চিকিৎসা পরিকাঠামো এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধা এক ছাদের তলায় আনতে পেরে টেকনো ইন্ডিয়া ডামা হেল্থকেয়ার অ্যান্ড মেডিক্যাল সেন্টার গর্বিত। হাসপাতালের বিভিন্ন স্পেশ্যালাইজড বিভাগে বিশ্ব মানের চিকিৎসা ও যত্ন সহকারে পরিষেবা দেওয়া হয়।
ICU – OT – NICU
ক্রিটিক্যাল কেয়ার
সেরা চিকিৎসক, প্যারামেডিক্যাল কর্মী-সহ আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এবং আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থাযুক্ত ICU। এই বিভাগে সুষ্ঠু ভাবে আইসোলেশন প্রোটোকল মেনে চলা হয় এবং সংক্রমণ নিয়ন্ত্রণে কড়া নজর থাকে।
সুযোগসুবিধা এবং চিকিৎসাপদ্ধতি
অপারেশন থিয়েটার
৬টি অত্যাধুনিক মডিউলার অপারেশন থিয়েটার। গুণগত মানে যেগুলো দেশের সেরাদের থেকে কোনও অংশে কম নয়। অস্ত্রোপচার চলাকালীন অপারেশন থিয়েটার পুরোপুরি জীবাণুমুক্ত রাখতে রয়েছে ল্যামিনার এয়ার ফ্লো-এর ব্যবস্থা। এখানে রোগীকে নিরাপদে রাখা ও জীবাণুমুক্ত রাখায় জোর দেওয়া হয়। তাই ও.টি কমপ্লেক্সে নির্দিষ্ট ভাবে সেপটিক এবং অ্যাসেপটিক জোন চিহ্নিত করা আছে। সেই সঙ্গে CSSD, অভিজ্ঞ সার্জেন, প্রযুক্তি এবং আধুনিক সরঞ্জাম তো রয়েইছে।
অর্থোপেডিক এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি
অর্থোপেডিক এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিতে এই হাসপাতালের দক্ষতা প্রশ্নাতীত। 'টোটাল নি রিপ্লেসমেন্ট' (TKR) এবং 'টোটাল হিপ রিপ্লেসমেন্ট (THR) সার্জারিতে এই হাসপাতাল কলকাতার অগ্রণী কেন্দ্রগুলির মধ্যে প্রথম সারিতে আছে।
মা ও সদ্যোজাত শিশুর যত্নে অতুলনীয় (শহরের সেরা NICU)
মা এবং সদ্যজাতের প্রয়োজন এবং সংবেদনশীলতার কথা মাথায় রেখে টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতাল বিশেষ ভাবে নজর দিয়ে প্রস্তুত করছে তাদের 'মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার' বিভাগকে। এই বিভাগে রয়েছে শহরের উৎকৃষ্টতম NICU যা গর্ভাবস্থা ও তার পরে মা ও শিশুর সামগ্রিক যত্ন সুনিশ্চিত করে।
বিশেষ ব্যবস্থা:
গাইনিকোলজি
হাসপাতালের গাইনিকোলজি বিভাগ সমস্ত রকমের স্ত্রীরোগের চিকিৎসায় পারদর্শী। শহরের নামকরা স্ত্রীরোগ বিশেষজ্ঞরা এই হাসপাতালের সঙ্গে যুক্ত থাকায় নিরাপদে ও পরম যত্নে যে পরিষেবাগুলো এখানে পাওয়া যায়, তা হল:
সমস্ত গাইনিকোলজিক্যাল সমস্যার জন্য অত্যাধুনিক ল্যাপ্রোস্কোপিক সার্জারি, যেমন:
অ্যাডভান্সড ল্যাপ্রোস্কোপিক সার্জারি
এই হাসপাতাল মিনিমালি ইনভেসিভ পদ্ধতিতে জোর দেয়। তাই এখানে অত্যাধুনিক ল্যাপ্রোস্কোপিক সার্জারির পরিষেবা পাওয়া যায়। এর উদ্দেশ্য হল, যাতে রোগীর অস্বস্তি কম হয়, তিনি দ্রুত সেরে ওঠেন এবং অস্ত্রোপচারের ফলাফলও খুব ভালো হয়। যে পরিষেবাগুলো এখানে পাওয়া যায়, তা হলঃ
অত্যাধুনিক লেজার প্রোক্টোলজি
হাসপাতালে লেজার প্রোক্টোলজিও করা হয়, কারণ রোগীদের যত্ন নেওয়ার ক্ষেত্রে এই হাসপাতাল উন্নত প্রযুক্তি প্রয়োগের প্রতি দায়বদ্ধ। এই প্রযুক্তি ব্যবহারের ফলে মলনালী ও পায়ুসংক্রান্ত সমস্যায় আক্রান্ত রোগীরা সার্জারির পর দ্রুত সেরে ওঠেন।
গ্যাস্ট্রোএনট্রোলজি পরিষেবা
টেকনো ইন্ডিয়া ডামা হেল্থকেয়ার অ্যান্ড মেডিক্যাল সেন্টার গ্যাস্ট্রোএনট্রোলজির পরিসরে একগুচ্ছ পরিষেবা প্রদান করে। গ্যাস্ট্রোএনট্রোলজি সংক্রান্ত নির্ভুল রোগ নির্ণয় ও তার চিকিৎসার জন্য যে পরিষেবাগুলো এখানে পাওয়া যায়, সেগুলো হল:
ইউরোসার্জারি ও লেজার কিডনি স্টোন রিমুভাল
এই হাসপাতালে আলাদা ইউরোসার্জারি বিভাগ রয়েছে, যেখানে বেশ কিছু উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, যেমন:
পূর্ণাঙ্গ নেফ্রোলজি এবং ডায়ালিসিস
হাসপাতালের নেফ্রোলজি বিভাগ কিডনি সংক্রান্ত রোগের চিকিৎসায় বিশেষ ভাবে দক্ষ। এখানকার অত্যাধুনিক ডায়ালিসিস পরিষেবায় রোগীদের জীবন সুন্দর হয়ে ওঠে। ১০ শয্যা বিশিষ্ট হেমোডায়ালিসিস কেন্দ্রটিতে আন্তর্জাতিক মানের সরঞ্জাম এবং পরিষেবার ব্যবস্থা রয়েছে
অঙ্কোলজি কেয়ার
হাসপাতালের অঙ্কোলজি বিভাগও নজরকাড়া। মারণ রোগ ক্যানসার আক্রান্তদের চিকিৎসায় এখানে অত্যাধুনিক সার্জারির ব্যবস্থা রয়েছে। যে তালিকায় আছে:
পূর্ণাঙ্গ ENT কেয়ার
কান, নাক এবং গলার সমস্যায় এই হাসপাতালের ENT বিভাগ পূর্ণাঙ্গ চিকিৎসা প্রদান করে। চিকিৎসা শেষে যাতে রোগীদের কোনও অস্বস্তি না হয়, তাই যে পদ্ধতিগুলো অবলম্বন করা হয়, তা হল:
আপৎকালীন পরিষেবা
এই হাসপাতালের নির্দিষ্ট এমার্জেন্সি সার্ভিসেস ও ট্রমা কেয়ার ইউনিট তৎপরতার সঙ্গে আপৎকালীন পরিস্থতি সামাল দিতে তৈরি থাকে। এখানকার সুসজ্জিত ICU-তে সেরা পরিষেবা দেওয়া হয় এবং হাসপাতালের সঙ্গে যুক্ত অভিজ্ঞ কনসাল্ট্যান্ট প্যারামেডিক্যাল কর্মী, টেকনিশিয়ানরা যে কোনও রকমের জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষম।
কসমেটিক ডেন্টিস্ট্রি এবং ইন-হাউস সার্ভিস
কসমেটিক ডেন্টিস্ট্রিও টেকনো ইন্ডিয়া ডামা হেল্থকেয়ার অ্যান্ড মেডিক্যাল সেন্টার সামগ্রিক চিকিৎসা পরিষেবার অন্তর্গত।
ডায়গনস্টিক পরিষেবা
এখানকার গবেষণাগারে সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা বিভিন্ন রোগ পরীক্ষার সুবিধা রয়েছে। গুণগত মান অক্ষুণ্ণ রেখে সময় মতো নির্ভুল ফলাফল প্রকাশে জোর দেওয়া হয় যাতে সঠিক ভাবে ও সময় মতো রোগ নির্ণয় করা যায়। এখানে যে পরীক্ষাগুলো করা হয়, তার তালিকা দেওয়া হল:
অতিমারির সময় আশার আলো:
কোভিড-১৯ অতিমারির সময়ে এই টেকনো ইন্ডিয়া ডামা হেল্থকেয়ার অ্যান্ড মেডিক্যাল সেন্টারেই পূর্ব ভারতের বৃহত্তম টিটাকরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই উদ্যোগ, জনস্বাস্থ্যকে নিরাপদ রাখা এবং অতিমারির প্রকোপ মোকাবিলায় হাসপাতালের দায়বদ্ধতাকেই প্রতিফলিত করে।
এই প্রতিবেদনটি ‘টেকনো ইন্ডিয়া গ্রুপ’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy