২৩ ডিসেম্বর ২০২৪
Techno DAMA hospital

টেকনো ইন্ডিয়া ডামা হেল্থকেয়ার অ্যান্ড মেডিক্যাল সেন্টার: জনস্বাস্থ্য ও চিকিৎসায় উৎকর্ষের আরেক নাম

ইএম বাইপাস সংলগ্ন চিংড়িঘাটার কাছেই এই হাসপাতাল। ৩০০ শয্যা বিশিষ্ট এই মাল্টিস্পেশ্যালিটি সার্জিক্যাল হাসপাতালে সমস্ত ধরণের অত্যাধুনিক চিকিৎসার সুবন্দোবস্ত আছে এবং কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত এই হাসপাতাল চিকিৎসা ক্ষেত্রে উৎকর্ষের কেন্দ্র হয়ে উঠেছে।

টেকনো ইন্ডিয়া ডামা হেল্থকেয়ার অ্যান্ড মেডিক্যাল সেন্টার

টেকনো ইন্ডিয়া ডামা হেল্থকেয়ার অ্যান্ড মেডিক্যাল সেন্টার

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৩ ২২:৫১
Share: Save:

শহর কলকাতার কর্মচঞ্চল এলাকায় অবস্থিত টেকনো ইন্ডিয়া ডামা হেলথকেয়ার অ্যান্ড মেডিক্যাল সেন্টার স্বাস্থ্য পরিষেবায় এক ব্যতিক্রমী নাম। ইএম বাইপাস সংলগ্ন চিংড়িঘাটার কাছেই এই হাসপাতাল। ৩০০ শয্যা বিশিষ্ট এই মাল্টিস্পেশ্যালিটি সার্জিক্যাল হাসপাতালে সমস্ত ধরণের অত্যাধুনিক চিকিৎসার সুবন্দোবস্ত আছে এবং কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত এই হাসপাতাল চিকিৎসা ক্ষেত্রে উৎকর্ষের কেন্দ্র হয়ে উঠেছে।

এক ছাদের নীচে ‘মাল্টি-স্পেশ্যালিটি’:

পূর্ণাঙ্গ চিকিৎসা পরিকাঠামো এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধা এক ছাদের তলায় আনতে পেরে টেকনো ইন্ডিয়া ডামা হেল্থকেয়ার অ্যান্ড মেডিক্যাল সেন্টার গর্বিত। হাসপাতালের বিভিন্ন স্পেশ্যালাইজড বিভাগে বিশ্ব মানের চিকিৎসা ও যত্ন সহকারে পরিষেবা দেওয়া হয়।

ICU – OT – NICU

ক্রিটিক্যাল কেয়ার

সেরা চিকিৎসক, প্যারামেডিক্যাল কর্মী-সহ আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এবং আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থাযুক্ত ICU। এই বিভাগে সুষ্ঠু ভাবে আইসোলেশন প্রোটোকল মেনে চলা হয় এবং সংক্রমণ নিয়ন্ত্রণে কড়া নজর থাকে।

সুযোগসুবিধা এবং চিকিৎসাপদ্ধতি

  • উন্নত মানের ভেন্টিলেটার
  • ডিফিলিব্রেটর
  • পেসমেকার ইমপ্লান্টেশন
  • বেডসাইড ইকো-কার্ডিওগ্রাফি

অপারেশন থিয়েটার

৬টি অত্যাধুনিক মডিউলার অপারেশন থিয়েটার। গুণগত মানে যেগুলো দেশের সেরাদের থেকে কোনও অংশে কম নয়। অস্ত্রোপচার চলাকালীন অপারেশন থিয়েটার পুরোপুরি জীবাণুমুক্ত রাখতে রয়েছে ল্যামিনার এয়ার ফ্লো-এর ব্যবস্থা। এখানে রোগীকে নিরাপদে রাখা ও জীবাণুমুক্ত রাখায় জোর দেওয়া হয়। তাই ও.টি কমপ্লেক্সে নির্দিষ্ট ভাবে সেপটিক এবং অ্যাসেপটিক জোন চিহ্নিত করা আছে। সেই সঙ্গে CSSD, অভিজ্ঞ সার্জেন, প্রযুক্তি এবং আধুনিক সরঞ্জাম তো রয়েইছে।

অর্থোপেডিক এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি

অর্থোপেডিক এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিতে এই হাসপাতালের দক্ষতা প্রশ্নাতীত। 'টোটাল নি রিপ্লেসমেন্ট' (TKR) এবং 'টোটাল হিপ রিপ্লেসমেন্ট (THR) সার্জারিতে এই হাসপাতাল কলকাতার অগ্রণী কেন্দ্রগুলির মধ্যে প্রথম সারিতে আছে।

  • উচ্চ দক্ষতাসম্পন্ন অর্থোপেডিক সার্জেনরা নিশ্চিত করেন তাঁদের রোগীরা যেন সার্জারির পর সচল ও ব্যথা-মুক্ত জীবন কাটাতে পারেন।
  • কেবলমাত্র জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির জন্য রয়েছে নির্দিষ্ট অপারেশন থিয়েটার এবং সেখানে কঠোর ভাবে জীবাণু নিয়ন্ত্রণ করা হয়।

মা ও সদ্যোজাত শিশুর যত্নে অতুলনীয় (শহরের সেরা NICU)

মা এবং সদ্যজাতের প্রয়োজন এবং সংবেদনশীলতার কথা মাথায় রেখে টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতাল বিশেষ ভাবে নজর দিয়ে প্রস্তুত করছে তাদের 'মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার' বিভাগকে। এই বিভাগে রয়েছে শহরের উৎকৃষ্টতম NICU যা গর্ভাবস্থা ও তার পরে মা ও শিশুর সামগ্রিক যত্ন সুনিশ্চিত করে।

বিশেষ ব্যবস্থা:

  • নতুনতম মডেলের ভেন্টিলেটর
  • বেবি ওয়ার্মার
  • বাবল C-PAP
  • আইসোলেশন NICU

গাইনিকোলজি

হাসপাতালের গাইনিকোলজি বিভাগ সমস্ত রকমের স্ত্রীরোগের চিকিৎসায় পারদর্শী। শহরের নামকরা স্ত্রীরোগ বিশেষজ্ঞরা এই হাসপাতালের সঙ্গে যুক্ত থাকায় নিরাপদে ও পরম যত্নে যে পরিষেবাগুলো এখানে পাওয়া যায়, তা হল:

সমস্ত গাইনিকোলজিক্যাল সমস্যার জন্য অত্যাধুনিক ল্যাপ্রোস্কোপিক সার্জারি, যেমন:

  • ল্যাপ্রোস্কোপিক হিস্টেরেক্টমি
  • ল্যাপ্রোস্কোপিক মায়োমেক্টমি
  • ডায়াগনস্টিক ও থেরাপিউটিক হিস্টেরেক্টমি

অ্যাডভান্সড ল্যাপ্রোস্কোপিক সার্জারি

এই হাসপাতাল মিনিমালি ইনভেসিভ পদ্ধতিতে জোর দেয়। তাই এখানে অত্যাধুনিক ল্যাপ্রোস্কোপিক সার্জারির পরিষেবা পাওয়া যায়। এর উদ্দেশ্য হল, যাতে রোগীর অস্বস্তি কম হয়, তিনি দ্রুত সেরে ওঠেন এবং অস্ত্রোপচারের ফলাফলও খুব ভালো হয়। যে পরিষেবাগুলো এখানে পাওয়া যায়, তা হলঃ

  • ল্যাপ্রোস্কোপিক গল ব্লাডার এবং অ্যাপেন্ডিক্স অপারেশন
  • ল্যাপ্রোস্কোপিক হারনিয়া অপারেশন
  • ল্যাপ্রোস্কোপিক স্প্লীন অপারেশন এবং
  • ল্যাপ্রোস্কোপিক কোলেকটমি

অত্যাধুনিক লেজার প্রোক্টোলজি

হাসপাতালে লেজার প্রোক্টোলজিও করা হয়, কারণ রোগীদের যত্ন নেওয়ার ক্ষেত্রে এই হাসপাতাল উন্নত প্রযুক্তি প্রয়োগের প্রতি দায়বদ্ধ। এই প্রযুক্তি ব্যবহারের ফলে মলনালী ও পায়ুসংক্রান্ত সমস্যায় আক্রান্ত রোগীরা সার্জারির পর দ্রুত সেরে ওঠেন।

গ্যাস্ট্রোএনট্রোলজি পরিষেবা

টেকনো ইন্ডিয়া ডামা হেল্থকেয়ার অ্যান্ড মেডিক্যাল সেন্টার গ্যাস্ট্রোএনট্রোলজির পরিসরে একগুচ্ছ পরিষেবা প্রদান করে। গ্যাস্ট্রোএনট্রোলজি সংক্রান্ত নির্ভুল রোগ নির্ণয় ও তার চিকিৎসার জন্য যে পরিষেবাগুলো এখানে পাওয়া যায়, সেগুলো হল:

  • আপার GI এন্ডোস্কোপি
  • কোলোনোস্কোপি
  • ERCP
  • GI ব্লিজিং এর হেমোস্টাসিস-এর জন্য আরগন প্লাজমা কোয়াগুলেশন (APC), পিসমিল পলিপেকটমি।

ইউরোসার্জারি ও লেজার কিডনি স্টোন রিমুভাল

এই হাসপাতালে আলাদা ইউরোসার্জারি বিভাগ রয়েছে, যেখানে বেশ কিছু উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, যেমন:

  • হোলমিয়াম লেজারের মাধ্যমে লেজার কিডনি স্টোন রিমুভাল। বাইপোলার TURP, TURBT
  • PCNL
  • URSL
  • DJ স্টেন্টিং

পূর্ণাঙ্গ নেফ্রোলজি এবং ডায়ালিসিস

হাসপাতালের নেফ্রোলজি বিভাগ কিডনি সংক্রান্ত রোগের চিকিৎসায় বিশেষ ভাবে দক্ষ। এখানকার অত্যাধুনিক ডায়ালিসিস পরিষেবায় রোগীদের জীবন সুন্দর হয়ে ওঠে। ১০ শয্যা বিশিষ্ট হেমোডায়ালিসিস কেন্দ্রটিতে আন্তর্জাতিক মানের সরঞ্জাম এবং পরিষেবার ব্যবস্থা রয়েছে

  • অত্যাধুনিক ডায়ালিসিস যন্ত্র
  • ডবল RO পরিশুদ্ধ জলের সংযোগ
  • খাঁটি কনজিউমেবল
  • বিশিষ্ট নেফ্রোলজিস্ট এবং
  • প্রশিক্ষিত টেকনিশিয়ান

অঙ্কোলজি কেয়ার

হাসপাতালের অঙ্কোলজি বিভাগও নজরকাড়া। মারণ রোগ ক্যানসার আক্রান্তদের চিকিৎসায় এখানে অত্যাধুনিক সার্জারির ব্যবস্থা রয়েছে। যে তালিকায় আছে:

  • মাথা/ঘাড় এবং ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি
  • কোলো-রেক্টালসার্জারি
  • ফুল স্পেকট্রাম (হুইপলস পদ্ধতি সহ)

পূর্ণাঙ্গ ENT কেয়ার

কান, নাক এবং গলার সমস্যায় এই হাসপাতালের ENT বিভাগ পূর্ণাঙ্গ চিকিৎসা প্রদান করে। চিকিৎসা শেষে যাতে রোগীদের কোনও অস্বস্তি না হয়, তাই যে পদ্ধতিগুলো অবলম্বন করা হয়, তা হল:

  • অত্যাধুনিক অপারেটিং মাইক্রোস্কোপ
  • এন্ডোস্কোপিক সাইনাস সার্জারির জন্য এন্ডোস্কোপ

আপৎকালীন পরিষেবা

এই হাসপাতালের নির্দিষ্ট এমার্জেন্সি সার্ভিসেস ও ট্রমা কেয়ার ইউনিট তৎপরতার সঙ্গে আপৎকালীন পরিস্থতি সামাল দিতে তৈরি থাকে। এখানকার সুসজ্জিত ICU-তে সেরা পরিষেবা দেওয়া হয় এবং হাসপাতালের সঙ্গে যুক্ত অভিজ্ঞ কনসাল্ট্যান্ট প্যারামেডিক্যাল কর্মী, টেকনিশিয়ানরা যে কোনও রকমের জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষম।

কসমেটিক ডেন্টিস্ট্রি এবং ইন-হাউস সার্ভিস

কসমেটিক ডেন্টিস্ট্রিও টেকনো ইন্ডিয়া ডামা হেল্থকেয়ার অ্যান্ড মেডিক্যাল সেন্টার সামগ্রিক চিকিৎসা পরিষেবার অন্তর্গত।

ডায়গনস্টিক পরিষেবা

এখানকার গবেষণাগারে সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা বিভিন্ন রোগ পরীক্ষার সুবিধা রয়েছে। গুণগত মান অক্ষুণ্ণ রেখে সময় মতো নির্ভুল ফলাফল প্রকাশে জোর দেওয়া হয় যাতে সঠিক ভাবে ও সময় মতো রোগ নির্ণয় করা যায়। এখানে যে পরীক্ষাগুলো করা হয়, তার তালিকা দেওয়া হল:

  • বায়োকেমিস্ট্রি
  • হেমাটোলজি
  • মাইক্রোবায়োলজি
  • হিস্টোপ্যাথলজি এবং সাইটোলজি
  • ডিজিটাল এক্স-রে
  • USG
  • CT স্ক্যান (পেরিফেরাল CT অ্যাঞ্জিও সহ)
  • ইকোকার্ডিওগ্রাফি
  • কালার ডপলার সহ ইকো
  • হল্টার মনিটারিং
  • TMT
  • EEG, EMG, NCV
  • PFT

অতিমারির সময় আশার আলো:

কোভিড-১৯ অতিমারির সময়ে এই টেকনো ইন্ডিয়া ডামা হেল্থকেয়ার অ্যান্ড মেডিক্যাল সেন্টারেই পূর্ব ভারতের বৃহত্তম টিটাকরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই উদ্যোগ, জনস্বাস্থ্যকে নিরাপদ রাখা এবং অতিমারির প্রকোপ মোকাবিলায় হাসপাতালের দায়বদ্ধতাকেই প্রতিফলিত করে।

এই প্রতিবেদনটি ‘টেকনো ইন্ডিয়া গ্রুপ’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

অন্য বিষয়গুলি:

Techno India Techno India Group university Hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy