সম্প্রতি শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা।এই পরীক্ষার পরে প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই এই চিন্তা থাকে যে, এর পরে কী নিয়ে পড়ব? কোথায় ভর্তি হব? কারণ, এই সময়ের কোনও ভুল সিদ্ধান্ত ভবিষ্যতের জীবনে প্রভাব ফেলতে পারে। আর ভবিষ্যতের সঠিক দিশার জন্য প্রত্যেক শিক্ষার্থীর দরকার আগাম পরিকল্পনা। প্রথাগত পড়াশোনার বাইরে গিয়ে এখন অনেকেই বেছে নিচ্ছে নতুন নতুন বিষয়। বর্তমান পরিস্থিতিতে চাকরির বাজার মন্দা, এই ধারণা কিন্তু একদমই ভ্রান্ত। পরীক্ষার ফল যেমনই হোক না কেন, জীবনে প্রতিষ্ঠিত হতে প্রত্যেকের জন্যই আছে ছোট বড় নানা কাজের সুযোগ।
বর্তমানে চাকরির বাজারে তীব্র প্রতিযোগিতা থাকলেও নতুন নতুন কাজের সুযোগের নানা দিগন্তও কিন্তু খুলেছে। নতুন নতুন পেশার সন্ধান দিচ্ছে ছোট বড় নানা সংস্থা। কিন্তু সেই সব নতুন পেশায় কাজের সুযোগ তখনই পেতে হলে সঠিক কোর্সে, সঠিক কলেজ বা ইউনিভার্সিটিতে সঠিক প্রশিক্ষণ থাকতে হবে। সেই সঠিক প্রশিক্ষণ দিতে পারবে সেই কলেজ বা ইউনির্ভাসিটি, যেখানে আছে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক বা ফ্যাকাল্টি এবং আধুনিক পরিকাঠামো।
পাশাপাশি, সেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়লে যেন নিজেদের উপর আত্মবিশ্বাস বাড়ে, নতুন নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি হয়ে ওঠা যায়। সঠিক শিক্ষাপ্রতিষ্ঠানই শিক্ষার্থীদের ভবিষ্যতে ঠিক দিকে এগিয়ে নিয়ে যেতে সঠিক দিশা দেখাবে, স্বপ্ন পূরণের দিকে এগিয়ে দেবে। তবে এখন আর ভিন রাজ্যে গিয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হওয়া নয়, এই রাজ্যেই মিলতে পারে সব রকমের সুযোগ সুবিধা।
আগামী দিনে শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও বেশি উজ্জ্বল করে তুলতে ‘এসএনইউ’ বদ্ধপরিকর। শিক্ষার্থীদের পাশে তাদের সব সময়ের সঙ্গী ‘এসএনইউ’। আধুনিক দৃষ্টিভঙ্গি ও পরিকাঠামো, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, সময়োপযোগী পাঠ্যক্রম, সঙ্গে প্লেসমেন্টের সুযোগ ‘এসএনইউ’কে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের থেকে অনেকটাই এগিয়ে রেখেছে। শুধু কোর্স সম্পর্কিত পড়াশোনা নয়, শিক্ষার্থীদের সামগ্রিক উন্নতিতেও সর্বদা বদ্ধপরিকর ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’।
বিশদে জানতে ভিজ়িট করুন: https://www.snumcaj.com/
ফোন করুন: ৮৩৩৭০১৪০০৫
এই প্রতিবেদনটি ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’র সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।