২২ নভেম্বর ২০২৪
Trends Saj Parbon

ষষ্ঠী থেকে দশমী লুক, কোন সাজে সেরা কোন পাড়া? খোঁজ দিল ‘ট্রেন্ডস সাজ পার্বণ’

ষষ্ঠী থেকে দশমী, পুজোর পাঁচ দিন কে কোন সাজে থাকবে এগিয়ে— তারই খোঁজ দিল ‘ট্রেন্ডস ‘সাজ পার্বণ’।

‘ট্রেন্ডস সাজ পার্বণ’

‘ট্রেন্ডস সাজ পার্বণ’

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ১৫:৫৯
Share: Save:

পুজোয় ঠাকুর দেখা শুরু মানেই ফ্যাশনের দিকে বাড়তি নজর। হাজার লোকের ভিড়ে অনন্য হয়ে উঠতে শারদ-সাজ নিয়ে অনেকেই বেশ চিন্তিত থাকেন। তাঁদেরই জন্য সেরা ঠিকানা ‘ট্রেন্ডস’। ওয়েস্টার্ন হোক বা এথনিক কিংবা ফিউশন, ষষ্ঠী থেকে দশমী, আপনাকে নতুন নতুন সাজে সাজিয়ে তুলবে ‘ট্রেন্ডস’-এর প্রত্যেকটি পোশাক। প্রত্যেক বছরের মতো এ বারেও ‘ট্রেন্ডস’ নিয়ে এসেছিল ‘সাজ পার্বণ’। ষষ্ঠী থেকে দশমী, পুজোর পাঁচ দিন কে কোন সাজে থাকবে এগিয়ে— তারই খোঁজ দিল ‘ট্রেন্ডস ‘সাজ পার্বণ’।

বাংলার ২২টি জেলা থেকে ৫০০টি পাড়া এবং ৫১টি আবাসন এ বছর ‘ট্রেন্ডস’ সাজ পার্বণে অংশগ্রহণ করেছিল। ২২টি জেলার তালিকায় ছিল হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, দার্জিলিং, মালদহ, বাঁকুড়া, হুগলি, মুর্শিদাবাদ এবং পুরুলিয়া।

জেলায় প্রতিযোগিতার বিচারক হিসাবে ছিলেন ১৩ জন জনপ্রিয় বাঙালি সেলিব্রিটিরা। এই ২২টি জেলার ৪৪টি পাড়ার মধ্যে থেকে তাঁরা সেরা স্টাইল এবং তার নিরিখে সেরা পাড়াকে বেছে নেন। কোনও পাড়া হয় ষষ্ঠীর সাজে সেরা, কেউ আবার নবমীর সাজে অতুলনীয়। প্রতিযোগীদের মধ্যে বেশ উৎসাহেরও দেখা মিলেছে এই সাজ পার্বণে। গত ৪ঠা অক্টোবর ‘সাজ পার্বণ’ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয় কলকাতার অবনী রিভারসাইড মলে।

অনুষ্ঠানে ছিলেন অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী সৌরসেনী মৈত্র। এ বছর পুজোয়ে কোনটা ফ্যাশন ‘ইন্‌’, কে কোন সাজে সাজবে ‘ট্রেন্ডস’-এর ‘সাজ পার্বণ’ ভিডিয়োতে, তার ঝলক আগেই দিয়েছে নীল ভট্টাচার্য এবং সৌরসেনী মৈত্র।

‘সাজ পার্বণ’ প্রতিযোগিতার বিজয়ী পাড়াগুলিকে পুরস্কৃতও করেছেন নীল ও সৌরসেনী। পাশাপাশি সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন আরজে খাস কৌশিক। ‘ট্রেন্ডস ‘সাজ পার্বণ’ প্রতিযোগিতার বিজয়ী পাড়াগুলি হল —

ষষ্ঠী লুকের বিজয়ী - অশ্বিনীনগর বন্ধু মহল, কলকাতা

ষষ্ঠী লুকের বিজয়ী - অশ্বিনীনগর বন্ধু মহল, কলকাতা

সপ্তমী লুকের বিজয়ী - বটতলা আদি দুর্গাপূজা, পশ্চিম বর্ধমান

সপ্তমী লুকের বিজয়ী - বটতলা আদি দুর্গাপূজা, পশ্চিম বর্ধমান

অষ্টমী লুকের বিজয়ী - সুব্রতী সঙ্ঘ নকশালবাড়ি, দার্জিলিং

অষ্টমী লুকের বিজয়ী - সুব্রতী সঙ্ঘ নকশালবাড়ি, দার্জিলিং

নবমী লুকের বিজয়ী - গোলপাড়া সর্বজনীন দুর্গোৎসব, উত্তর ২৪ পরগনা

নবমী লুকের বিজয়ী - গোলপাড়া সর্বজনীন দুর্গোৎসব, উত্তর ২৪ পরগনা

দশমী লুকের বিজয়ী - নিউ টাউন ক্লাব, কোচবিহার

দশমী লুকের বিজয়ী - নিউ টাউন ক্লাব, কোচবিহার

সেরা সক্রিয় পাড়া - অরণ্য সঙ্ঘ দুর্গাপূজা কমিটি, ঝাড়গ্রাম

সেরা সক্রিয় পাড়া - অরণ্য সঙ্ঘ দুর্গাপূজা কমিটি, ঝাড়গ্রাম

দ্বিতীয় রানার আপ পাড়া - লালবাগ বটতলা বারোয়ারী সমিতি, মুর্শিদাবাদ

দ্বিতীয় রানার আপ পাড়া - লালবাগ বটতলা বারোয়ারী সমিতি, মুর্শিদাবাদ

প্রথম রানার আপ পাড়া - নারায়ণপুর বালুরঘাট আর্য সমিতি, দক্ষিণ দিনাজপুর

প্রথম রানার আপ পাড়া - নারায়ণপুর বালুরঘাট আর্য সমিতি, দক্ষিণ দিনাজপুর

বিজয়ী পাড়া: অরা দুর্গা পূজা কমিটি, হুগলি

বিজয়ী পাড়া: অরা দুর্গা পূজা কমিটি, হুগলি

আবাসনের প্রথম রানার আপ (RWA) - দিগঙ্গনা সোসাইটি সর্বজনীন দুর্গোৎসব, বীরভূম

আবাসনের প্রথম রানার আপ (RWA) - দিগঙ্গনা সোসাইটি সর্বজনীন দুর্গোৎসব, বীরভূম

আবাসনের বিজয়ী (RWA) - চিত্রকূট হাইটস কলকাতা

আবাসনের বিজয়ী (RWA) - চিত্রকূট হাইটস কলকাতা

এই প্রতিবেদনটি ‘ট্রেন্ডস’—এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy