ব্রায়ান মিউনিখ অলস্টার ও ইস্টবেঙ্গল অলস্টার ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আর পি বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।
জীবন গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা ঠিক কতটা, তা বোধ হয় আলাদা করে বলে বোঝানোর প্রয়োজন নেই। খেলাধুলাই পারে জীবনে চলার পথে নৈতিকতার পাঠ দিতে। দলগত সুসংহতির পাঠকে আরও দৃঢ় করতে। তাই বলা হয়, জীবন গঠনে সমষ্টিবোধ ও নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে খেলাধুলোর ভুমিকা অনস্বীকার্য।
তাই চলতি শিক্ষাবর্ষে (২০২৩-২৪) ইআইআইএলএম-কলকাতা শুরু করতে চলেছে নতুন পাঠ্যক্রম ‘বিবিএ ইন স্পোর্টস ম্য্যানেজমেন্ট’। এই উপলক্ষে গত ৪ মে, ২০২৩-র সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে উক্ত পাঠ্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ইআইআইএলএম-কলকাতার চেয়ারম্যান তথা ডিরেক্টর ও অধ্যাপক আর পি বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি অনুষ্ঠানে নতুন পাঠ্যক্রমের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রচারপত্র উন্মোচন করেন প্রেসিডেন্ট বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন স্বপন বন্দ্যোপাধ্যায়, ইস্টবেঙ্গল ক্লাবের কর্মসমিতির সদস্য দেবব্রত সরকার, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন(IFA)-এর প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ দত্ত (সেক্রেটারি IFA), সুব্রত দত্ত (চেয়ারম্যান IFA), সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত কবি তপন বন্দ্যোপাধ্যায়।
আর পি বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন “পড়াশোনার পাশাপাশি, শিক্ষার্থীদের মধ্যে যেমন মানবিক মূল্যবোধ ও শৃঙ্খলতা গড়ে তোলা প্রয়োজন, ঠিক তেমনই প্রয়োজন যে কোনও খেলাকে বিজ্ঞানসম্মতভাবে সুসংগঠিতভাবে পরিবেশন করা। এই ভাবনাকে চরিতার্থ করতেই ইআইআইএলএম, কলকাতার’র নতুন উদ্যোগ বিবিএ ইন স্পোর্টস ম্যানেজমেন্ট।”
চলতি শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন এই কোর্সে। প্রতিষ্ঠান সম্পর্কে বিশদে জানতে ক্লিক করুন পাশের লিঙ্কে — eiilm.co.in।
এই প্রতিবেদনটি ‘ইআইআইএলএম-কলকাতা’-র সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy