শীতকালে শিশুর কোমল ত্বক সুরক্ষিত রাখা এবং ময়শ্চারাইজ় করা অত্যন্ত জরুরি। বাইরে ঠান্ডা আবহাওয়া, কম আর্দ্রতা এবং ঘরের ভিতরকার শুষ্ক গরম বাতাস ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা কেড়ে নেয়। যার ফলে ত্বক শুষ্ক, খসখসে হয়ে গিয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়। শিশুর ত্বক প্রাপ্তবয়স্কদের তুলনায় ৩০ শতাংশ পাতলা* হওয়ায় তা দ্বিগুণ দ্রুত আর্দ্রতা হারায়। সে জন্য শীতকালে শিশুর ত্বকের সুরক্ষায় নিয়মিত ময়শ্চারাইজ়ার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শীতকালে শিশুর সূক্ষ্ম ত্বক নিরাপদে রাখতে ‘জনসন্স বেবি ক্রিম’ অত্যন্ত কার্যকরী। কারণ, ‘জনসন্স বেবি ক্রিম’ শিশুদের জন্যই বিশেষ ভাবে তৈরি, যা শীতকালে তাদের ত্বককে শুষ্কতার হাত থেকে রক্ষা করে এবং ত্বককে নরম, মসৃণ এবং আর্দ্র রাখতেও সাহায্য করে।
শীতকালে শিশুর ত্বক ময়শ্চারাইজ় করা জরুরি কেন?
শিশুর ত্বক খুবই সংবেদনশীল। তাই সহজেই পরিবেশগত পরিবর্তনে তাতে প্রতিক্রিয়া দেখা দেয়। শীতকালে ঠান্ডা বাতাস এবং ঘরের শুষ্ক তাপমাত্রা শিশুর ত্বকের আর্দ্রতা হ্রাস করে। যার ফলে লালচে ভাব, শুষ্কতা এবং ত্বকে র্যাশ হতে পারে। তাই শীতকালে নিয়মিত শিশুর ত্বক ময়শ্চারাইজ় করা প্রয়োজন।
বিশেষত স্নানের পরে ময়শ্চারাইজ়ার ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। তাতে শিশুর ত্বকে আর্দ্রতা ধরে রাখা যায় এবং শুষ্কতার হাত থেকেও ত্বক সুরক্ষিত থাকে।
শিশুর কোমল ত্বকের আর্দ্রতা বজায় রাখতে নিয়মিত স্নানের পর ময়শ্চারাইজ়ার ব্যবহার করুন:
শীতকালে শিশুকে খুব যত্ন সহকারে স্নান করানো উচিত। দীর্ঘ সময় ধরে বা বেশি গরম জল দিয়ে শিশুকে স্নান করালে ত্বকের প্রাকৃতিক তেল হারানোর ঝুঁকি থাকে। বরং হালকা গরম জলে অল্প স্নান করা ভাল।
স্নানের পরে নরম তোয়ালে দিয়ে ত্বক আলতো ভাবে মুছে নিন এবং সঙ্গে সঙ্গে ‘জনসন্স বেবি ক্রিম’ ব্যবহার করুন। এই ক্রিম শিশুর ত্বকে দ্রুত শোষিত হয় এবং আর্দ্রতা বজায় রাখে। এটি শীতের প্রতিকূল আবহাওয়ার হাত থেকে ত্বককে সুরক্ষা প্রদান করে।

‘জনসন্স বেবি ক্রিম’-এর গুরুত্বপূর্ণ উপাদানসমূহ:
১. ক্যামোমাইল: ‘ক্যামোমাইল’ একটি প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান, যা সংবেদনশীল ত্বককে ঠিক রাখতে সাহায্য করে। এটি ত্বকের শুষ্কতা বা চুলকানির সমস্যার সমাধান করে এবং শিশুর ত্বককে কোমল ও মসৃণ রাখে।
২. গ্লিসারিন: ‘গ্লিসারিন’ একটি শক্তিশালী হিউমেকট্যান্ট, যা পরিবেশ থেকে আর্দ্রতা শোষণ করে ত্বককে ঠিক রাখে। শীতের শুষ্ক আবহাওয়ায় এটি অত্যন্ত কার্যকর, যা শিশুর ত্বককে দীর্ঘ সময় পর্যন্ত আর্দ্র রাখে।

শিশুর ত্বকের শীতকালীন যত্নের রুটিন:
১. অল্প ও কোমল স্নান:
শীতকালে শিশুকে নিয়মিত স্নান না করিয়ে কয়েক দিন পরপর স্নান করান। স্নানের জন্য মৃদু, পিএইচ-ব্যালেন্সড ক্লেনজ়ার ব্যবহার করুন এবং খুব গরম জল এড়িয়ে চলুন। স্নানের পরে নরম তোয়ালে দিয়ে শিশুর কোমল ত্বক আলতো ভাবে মুছে নিন।
২. স্নানের পরে তৎক্ষণাৎ ময়শ্চারাইজ় করুন:
স্নানের পরপরই ‘জনসন্স বেবি ক্রিম’ ব্যবহার করে শিশুর ত্বকের আর্দ্রতাকে ধরে রাখুন। এটি শরীরের জন্য আদর্শ, বিশেষত স্নানের পরে এটি ব্যবহার করলে সবচেয়ে কার্যকরী হয়।
৩. শরীরের শুষ্ক স্থানগুলির প্রতি বাড়তি যত্ন নিন:
মুখ, হাত এবং পায়ের মতো স্থানগুলি শীতকালে বেশি শুষ্ক হয়ে যায়। তাই নিয়মিত এই জায়গাগুলিতে ‘জনসন্স বেবি ক্রিম’ ব্যবহার নিশ্চিত করুন।
৪. দিনের দীর্ঘ সুরক্ষা:
‘জনসন্স বেবি ক্রিম’ ত্বকের আর্দ্রতা ধরে রেখে সারা দিনের** জন্য শিশুকে সুরক্ষা প্রদান করে। এটি শিশুর ত্বককে কোমল ও সুন্দর রাখতে সাহায্য করে।

শীতকালে শিশুর কোমল ত্বক শুষ্ক হওয়ার ঝুঁকি থাকে। তবে সঠিক যত্ন এবং ‘জনসন্স বেবি ক্রিম’-এর পুষ্টিকর গুণাবলীর মাধ্যমে আপনি সহজেই এই সমস্যার মোকাবিলা করতে পারবেন। গ্লিসারিন এবং ক্যামোমাইল সমৃদ্ধ এই ক্রিম শিশুর ত্বকের আর্দ্রতা ধরে রাখে, শুষ্কতা রোধ করে এবং ত্বকের প্রাকৃতিক সুরক্ষাকে নিশ্চিত করে।
‘জনসন্স বেবি ক্রিম’কে শিশুর শীতকালীন ত্বকের যত্নের একটি গুরুত্বপূর্ণ অংশ করে তুলুন এবং পুরো শীতকাল জুড়ে শিশুর ত্বককে দিন কোমল, সুরক্ষিত ও স্বাস্থ্যকর অনুভূতি।
*স্টামাটাস, G, et al. 2, s.l.:পেডিয়াট্রিক ডার্মাটোলজি, 2010, ভলিউম 27, পৃ. 125-131
**ময়শ্চারাইজ়েশনের প্রভাব সম্পর্কিত ক্লিনিকাল পরীক্ষার উপর ভিত্তি করে।
বিশদে জানতে ভিজ়িট করুন: https://www.johnsonsbaby.in/protectfromdayone
এই প্রতিবেদনটি ‘জনসন্স বেবি’-র সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।