প্রতীকী চিত্র
জ্বর, ঠান্ডা লাগা, সর্দি, কাশি। দেশ জুড়ে শীত আসার আগে অতি পরিচিত ছবি প্রতিটি বাড়িতে। কখনও কখনও সাধারণ ওষুধেই তা দিন কয়েকের মধ্যে সেরে যায়। কিন্তু কখনও আবার এই চেনা অসুখই বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে বাড়ির প্রবীণ অথবা যাঁদের কো-মর্বিডিটি রয়েছে, তাঁদের নিয়ে আশঙ্কা থাকেই। কারণ, সাধারণ জ্বরের হাত ধরে নিউমোনিয়ার মতো মারণ রোগও দানা বাঁধতে পারে শরীরে।
তবে চিন্তার কারণ নেই। এই সময়ে শহরে ২৪ ঘণ্টা পরিষেবা চালু রাখছে এইচপি ঘোষ হাসপাতাল। তাদের রেসপিরেটরি ইনটেনসিভ কেয়ার ইউনিটের পরিষেবা বন্ধ হবে না দিনের কোনও সময়েই। থাকছে কনসালট্যান্ট রেসপিরেটরি কেয়ারের ব্যবস্থাও।
রেসপিরেটরি মেডিসিনের সিনিয়র কনসালট্যান্ট চিকিৎসক সুমিত সেনগুপ্ত আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘‘পৃথিবীর সবচেয়ে চেনা অসুখ, যা ঘরে ঘরে দেখা যায়, তা হল সর্দি-কাশি-জ্বর। এবং সেটি রেসপিরেটরি মেডিসিনের আওতায় পড়ে। কোভিডের সময়ে তিনটি বছর এই অসুখে হিমশিম খেয়েছে গোটা পৃথিবী। সে রকম আরও প্রায় ২০০টি ভাইরাস রয়েছে। তাই আমাদের হাসপাতালে আউট পেশেন্ট অথবা ইন পেশেন্ট, কারও কোনও অসুবিধা হলে সব রকমের চিকিৎসা দিতে আমরা আছি। ইন্টিগ্রেটেড রেসপিরেটরি মেডিসিন প্র্যাক্টিস করছি এখানে।’’ তড়িঘড়ি ইমার্জেন্সির ব্যবস্থা হোক বা আউটডোরে রোগী দেখা- ২৪ ঘণ্টার পরিষএবায় সব রকম বন্দোবস্ত রয়েছে বলেই জানিয়েছেন চিকিৎসক সেনগুপ্ত।
হেল্পলাইন নম্বর: ০৩৩৬৬৩৪৬৬৩৪
বিশদে জানতে ভিজ়িট করুন: https://hpghoshhospital.com/
এই প্রতিবেদনটি ‘এইচপি ঘোষ হাসপাতাল’—এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy