
প্রধান অতিথি - বন্ধন গ্রুপের চেয়ারম্যান চন্দ্র শেখর ঘোষ এবং অন্যান্য সম্মানীয় অতিথিরা, যেমন, জিবিএসের গভর্নিং কাউন্সিলের সদস্য অলোক মুখোপাধ্যায়, জিবিএসের একাডেমিক কাউন্সিলের সদস্য শৈবাল চট্টোপাধ্যায় এবং গ্লোবসিন গ্রুপের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক আর. সি. ভট্টাচার্যের উপস্থিতিতে জিবিএসের পরিচালক ও ট্রাস্টি রাহুল দাশগুপ্ত প্রদীপ প্রজ্জ্বলন করেন।