সকালে ঘুম থেকে উঠে বিছানাতে শুয়েই যেন মনে হয় আরও এক প্রস্থ ঘুম দরকার! পরমুহূর্তেই বিছানা থেকে নেমে গুটি গুটি পায়ে রেস্টরুমে গিয়ে এক বার নিজেকে দেখে নেওয়া। এর পরে আপনি কোন জিনিসটির দিকে হাত বাড়ান? টুথপেস্ট না কি টুথব্রাশ! টুথপেস্ট অত্যন্ত সাধারণ একটি বস্তু। কিন্তু আপনি কী ভাবে নিশ্চিত হচ্ছেন যে আপনিই সবচেয়ে সেরা টুথপেস্ট দিয়ে ব্রাশ করছেন? কারণ আলাদা আলাদা ব্যক্তির দাঁত, আলাদা আলাদা। এবং তেমনভাবেই প্রয়োজনীয়তাও আলাদা। এই প্রয়োজনগুলির জন্য উপযুক্ত একটি টুথপেস্ট খুঁজে পাওয়া কঠিন হতে পারে।
আমাদের প্রত্যেকেরই দাঁতের উপরে ডেন্টিনের একটি পাতলা স্তর থাকে। যেটি উন্মুক্ত হলে, দাঁতের সংবেদনশীলতা লক্ষ্য করা যায়। এই ডেন্টিন স্তরেই থাকে বিভিন্ন টিউবুল, যেগুলি দাঁতকে স্নায়ুর সঙ্গে সংযোগ রাখকে সাহায্য করে। যদি কোনওভাবে দাঁতের উপরে থাকা এনামেল (দাঁতের বাইরে থাকা প্রতিরক্ষামূলক আবরণ) উঠে যায়, তা হলে কোনও গরম বা ঠাণ্ডা বস্তু দাঁতের সংস্পর্শে আসলে দাঁত শিরশির করতে থাকে।
দাঁতে এমন সমস্যা হলে প্রথমেই প্রয়োজন সমস্যার কারণ খুঁজে বের করার। একবার মূল কারণ সনাক্ত হয়ে গেলে এ বার সমাধান খোঁজার পালা। সংবেদনশীল দাঁতের জন্য প্রয়োজন সেরা টুথপেস্টের, যেটি আপনার দাঁতকে সুস্থ ও মজবুত রাখবে।
দাঁতের এমন সমস্যা দূর করতে হাজির ‘দন্ত কান্তি সেনসিটিভ’ টুথপেস্ট। বলা যায়, দাঁতের সমস্যার সহজ সমাধান। দাঁতের শিরশিরানি কমাতে, নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করতে, মাড়িকে শক্তিশালী করে তুলতে ‘দন্ত কান্তি সেনসিটিভ’ টুথপেস্টের জুড়ি মেলা ভার। এই টুথপেস্ট ক্লিনিক্যালি পরীক্ষিত। পাশাপাশি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এই টুথপেস্টটি প্রাকৃতিক অ্যাক্টিভ যেমন হাইড্রোক্সিঅ্য়াপাটিট, পিউরিফাইড কলমিশোরা (পটাসিয়াম নাইট্রেট) এবং ভেষজগুলির একটি নির্দিষ্ট মিশ্রণ দিয়ে তৈরি করা হয়েছে। হাইড্রোক্সিঅ্য়াপাটিট, উন্মুক্ত ডেন্টিনের উপর একটি প্রতিরক্ষামূলক স্তর গঠন করে যার কারণে, গরম বা ঠাণ্ডার সংস্পর্শে এসে তা স্নায়ু পর্যন্ত পৌঁছায় না এবং দাঁতের শিরশিরানি থেকে দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে। কালমিশোরা স্নায়ুকে বিবর্ধিত করে এবং ব্যথার সংকেতগুলিকে রোধ করে। ফলে সঙ্গে সঙ্গে শিরশিরানি থেকে মুক্তি পাওয়া যায়। আরও একটি উপাদান ফ্লোরাইড দাঁতকে শক্তিশালী করে ও দাঁতের ক্ষয় রোধে সাহায্য করে।ট
এই টুথপেস্ট কী ভাবে কাজ করে?
‘পতঞ্জলি দন্ত কান্তি সেনসিটিভ’ টুথপেস্টে রয়েছে হাইড্রোক্সিঅ্য়াপাটিট, যা পুনরায় বায়োমিমেটিক খনিজকরণ করে। হাইড্রোক্সিঅ্য়াপাটিট আপনার দাঁতের বাইরের স্তরকে রক্ষা করে, মিনারেল ক্ষরণ প্রতিরোধ করে এবং দাঁতে পুনরায় এনামেল তৈরি করতে সাহায্য করে। কারণ এনামেল ৮৯ শতাংশ ক্যালসিয়াম হাইড্রোক্সিঅ্য়াপাটিট [Ca10 (PO4)6 (OH)2], ৪ শতাংশ ক্যালসিয়াম কার্বনেট, ২ শতাংশ ক্যালসিয়াম ফ্লোরাইড, এবং ১.৫ শতাংশ ম্যাগনেসিয়াম ফসফেট দ্বারা গঠিত। টুথপেস্ট দিয়ে ব্রাশ করার সময় ধাতব আয়ন নির্গত হয় যা অ্যাসিড উৎপাদনকারী ব্যাকটেরিয়ার সঙ্গে বিক্রিয়া করে এবং এনামেল ক্ষয় রোধ করে। কালমিশোরা, কে+ তৈরি করে যা ডেন্টিন টিউবুলে অবস্থিত সংবেদনশীল স্নায়ুর প্রান্তকে নষ্ট করে এবং শিরশিরানি থেকে তাৎক্ষণিক উপশম দেয়। ফ্লোরাইড দাঁতের উপর একটি ফিল্ম তৈরি করে এবং অ্যাসিড থেকে বাধা দেয়। ফলে দাঁতে ক্যাভিটি তৈরি হয় না। একই সঙ্গে এর মধ্যে থাকা হার্বাল অ্যাক্টিভ এবং এসেনসিয়াল ওয়েল, মুখের স্বাস্থ্যকে ঠিক রাখে।
দন্ত কান্তি সেনসিটিভ ব্যবহার করার কারণগুলি হল —
মূল উপাদান —
❖ হাইড্রোক্সিঅ্য়াপাটিট: প্রাকৃতিকভাবে তৈরি জৈব-সামঞ্জস্যপূর্ণ এবং উদ্ভাবনী উপাদান। এটি দাঁতের অত্যন্ত শিরশিরানি থেকে মুক্তি এবং মিনারেল পুনর্গঠনের জন্য বৈজ্ঞানিক ও চিকিৎসাগতভাবে প্রমাণিত।
❖ বিশুদ্ধ কলমিশোরা: ডেন্টিনে থাকা সংবেদনশীল স্নায়ুর প্রান্তে অস্থায়ী ব্লক তৈরি করে করে যাতে তা স্নায়ুর সংস্পর্শে না আসতে পারে।
❖ ফ্লোরাইড: হাইড্রোক্সিঅ্য়াপাটিটের সঙ্গে জোট বেঘে দাঁতের সংবেদনশীলতা ব্যবস্থাপনায় অত্যন্ত কার্যকর।
❖ পটাশ অ্যালুম: মুখের ব্যাকটেরিয়া প্রতিরোধে কার্যকর এবং প্লাক ও মাড়ির প্রদাহের চিকিৎসায় সহায়ক।
❖ লবঙ্গ তেল: বহু সংখ্যক মৌখিক প্যাথোজেনের বিরুদ্ধে অ্যান্টি-ক্যারিওজেনিক এবং সাইটোটক্সিক কার্যকলাপ তৈরি করে। এটিতে ইউগিনল রয়েছে যা বায়োফিল্ম গঠনের কার্যকলাপকে বাধা দেয় এবং বায়োফিল্ম গঠনকারী কোষগুলির কার্যকারিতা হ্রাস করে।
❖ আজাদিরচটা ইন্ডিকার নির্যাস: দাঁতের চিকিৎসায় একটি দারুন ভেষজ। এটি একটি অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান এবং এটি অ্যাসিডোজেনিক মৌখিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর যা দাঁতে প্লাক সৃষ্টি করে।❖ ইউক্যালিপটাস তেল: একটি শক্তিশালী অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান।
‘পতঞ্জলি দন্ত কান্তি সেনসিটিভ’ টুথপেস্টে রয়েছে কার্বনেট, অ্যাকোয়া, হাইড্রোক্সিঅ্যাপেটিট, হাইড্রেটেড সিলিকা, গ্লিসারিন, সোডিয়াম, লরেথ সালফেট, ফ্লেভার, পিইজি-৩২, টাইটানিয়াম ডাই অক্সাইড, প্রোপেনেডিওল, সোডিয়াম স্যাকারিন, সেলুলোজ গাম, ট্রাইফোড, ট্রাইফোডস, সোডিয়াম ফ্লোরাইড, পটাসিয়াম সাইট্রেট, পোলোক্সামের ৪০৭, টোকোফেরিল অ্যাসিটেট, ক্লোরহেক্সিডিন ডাইউন্ডেসিলেনেট-এর মতো উপাদান
পতঞ্জলি দন্ত কান্তি সেনসিটিভ’ টুথপেস্টের প্রতি ১০০ গ্রামে রয়েছে —
আপনি যদি মাল্টিপারপাস টুথপেস্ট খুঁজছেন, তা হলে ভাবার প্রয়োজন নেই। মুখের স্বাস্থ্যের জন্য আমাদের সুপারিশ ‘দন্ত কান্তি সেনসিটিভ টুথপেস্ট’! এটি ক্লিনিক্যালি পরীক্ষিত এবং নিরাপদ। আমাদের গ্রাহকদের এবং দাঁতের চিকিৎসকদের মতে, এই টুথপেস্টটি কার্যকরীভাবে বিভিন্ন অবস্থার চিকিৎসা করে। যেগুলি হল — দাঁতের শিরশিরানি, মাড়ি ফুলে যাওয়া, রক্তপাত, দাঁতে ব্যথা এবং নিঃশ্বাসের দুর্গন্ধ।
তথ্যসূত্র —
এই প্রতিবেদনটি ‘পতঞ্জলি দন্ত কান্তি’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy