২৫ নভেম্বর ২০২৪
Patanjali

পতঞ্জলি দন্ত কান্তি: দাঁতের সব সমস্যার সহজ সমাধান

দাঁতে এমন সমস্যা হলে প্রথমেই প্রয়োজন সমস্যার কারণ খুঁজে বের করার। একবার মূল কারণ সনাক্ত হয়ে গেলে এ বার সমাধান খোঁজার পালা।

দন্ত কান্তি সেনসিটিভ টুথপেস্ট
এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২২ ২০:৪৪
Share: Save:

সকালে ঘুম থেকে উঠে বিছানাতে শুয়েই যেন মনে হয় আরও এক প্রস্থ ঘুম দরকার! পরমুহূর্তেই বিছানা থেকে নেমে গুটি গুটি পায়ে রেস্টরুমে গিয়ে এক বার নিজেকে দেখে নেওয়া। এর পরে আপনি কোন জিনিসটির দিকে হাত বাড়ান? টুথপেস্ট না কি টুথব্রাশ! টুথপেস্ট অত্যন্ত সাধারণ একটি বস্তু। কিন্তু আপনি কী ভাবে নিশ্চিত হচ্ছেন যে আপনিই সবচেয়ে সেরা টুথপেস্ট দিয়ে ব্রাশ করছেন? কারণ আলাদা আলাদা ব্যক্তির দাঁত, আলাদা আলাদা। এবং তেমনভাবেই প্রয়োজনীয়তাও আলাদা। এই প্রয়োজনগুলির জন্য উপযুক্ত একটি টুথপেস্ট খুঁজে পাওয়া কঠিন হতে পারে।

আমাদের প্রত্যেকেরই দাঁতের উপরে ডেন্টিনের একটি পাতলা স্তর থাকে। যেটি উন্মুক্ত হলে, দাঁতের সংবেদনশীলতা লক্ষ্য করা যায়। এই ডেন্টিন স্তরেই থাকে বিভিন্ন টিউবুল, যেগুলি দাঁতকে স্নায়ুর সঙ্গে সংযোগ রাখকে সাহায্য করে। যদি কোনওভাবে দাঁতের উপরে থাকা এনামেল (দাঁতের বাইরে থাকা প্রতিরক্ষামূলক আবরণ) উঠে যায়, তা হলে কোনও গরম বা ঠাণ্ডা বস্তু দাঁতের সংস্পর্শে আসলে দাঁত শিরশির করতে থাকে।

দাঁতে এমন সমস্যা হলে প্রথমেই প্রয়োজন সমস্যার কারণ খুঁজে বের করার। একবার মূল কারণ সনাক্ত হয়ে গেলে এ বার সমাধান খোঁজার পালা। সংবেদনশীল দাঁতের জন্য প্রয়োজন সেরা টুথপেস্টের, যেটি আপনার দাঁতকে সুস্থ ও মজবুত রাখবে।

দাঁতের এমন সমস্যা দূর করতে হাজির ‘দন্ত কান্তি সেনসিটিভ’ টুথপেস্ট। বলা যায়, দাঁতের সমস্যার সহজ সমাধান। দাঁতের শিরশিরানি কমাতে, নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করতে, মাড়িকে শক্তিশালী করে তুলতে ‘দন্ত কান্তি সেনসিটিভ’ টুথপেস্টের জুড়ি মেলা ভার। এই টুথপেস্ট ক্লিনিক্যালি পরীক্ষিত। পাশাপাশি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এই টুথপেস্টটি প্রাকৃতিক অ্যাক্টিভ যেমন হাইড্রোক্সিঅ্য়াপাটিট, পিউরিফাইড কলমিশোরা (পটাসিয়াম নাইট্রেট) এবং ভেষজগুলির একটি নির্দিষ্ট মিশ্রণ দিয়ে তৈরি করা হয়েছে। হাইড্রোক্সিঅ্য়াপাটিট, উন্মুক্ত ডেন্টিনের উপর একটি প্রতিরক্ষামূলক স্তর গঠন করে যার কারণে, গরম বা ঠাণ্ডার সংস্পর্শে এসে তা স্নায়ু পর্যন্ত পৌঁছায় না এবং দাঁতের শিরশিরানি থেকে দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে। কালমিশোরা স্নায়ুকে বিবর্ধিত করে এবং ব্যথার সংকেতগুলিকে রোধ করে। ফলে সঙ্গে সঙ্গে শিরশিরানি থেকে মুক্তি পাওয়া যায়। আরও একটি উপাদান ফ্লোরাইড দাঁতকে শক্তিশালী করে ও দাঁতের ক্ষয় রোধে সাহায্য করে।ট

এই টুথপেস্ট কী ভাবে কাজ করে?

‘পতঞ্জলি দন্ত কান্তি সেনসিটিভ’ টুথপেস্টে রয়েছে হাইড্রোক্সিঅ্য়াপাটিট, যা পুনরায় বায়োমিমেটিক খনিজকরণ করে। হাইড্রোক্সিঅ্য়াপাটিট আপনার দাঁতের বাইরের স্তরকে রক্ষা করে, মিনারেল ক্ষরণ প্রতিরোধ করে এবং দাঁতে পুনরায় এনামেল তৈরি করতে সাহায্য করে। কারণ এনামেল ৮৯ শতাংশ ক্যালসিয়াম হাইড্রোক্সিঅ্য়াপাটিট [Ca10 (PO4)6 (OH)2], ৪ শতাংশ ক্যালসিয়াম কার্বনেট, ২ শতাংশ ক্যালসিয়াম ফ্লোরাইড, এবং ১.৫ শতাংশ ম্যাগনেসিয়াম ফসফেট দ্বারা গঠিত। টুথপেস্ট দিয়ে ব্রাশ করার সময় ধাতব আয়ন নির্গত হয় যা অ্যাসিড উৎপাদনকারী ব্যাকটেরিয়ার সঙ্গে বিক্রিয়া করে এবং এনামেল ক্ষয় রোধ করে। কালমিশোরা, কে+ তৈরি করে যা ডেন্টিন টিউবুলে অবস্থিত সংবেদনশীল স্নায়ুর প্রান্তকে নষ্ট করে এবং শিরশিরানি থেকে তাৎক্ষণিক উপশম দেয়। ফ্লোরাইড দাঁতের উপর একটি ফিল্ম তৈরি করে এবং অ্যাসিড থেকে বাধা দেয়। ফলে দাঁতে ক্যাভিটি তৈরি হয় না। একই সঙ্গে এর মধ্যে থাকা হার্বাল অ্যাক্টিভ এবং এসেনসিয়াল ওয়েল, মুখের স্বাস্থ্যকে ঠিক রাখে।

দন্ত কান্তি সেনসিটিভ ব্যবহার করার কারণগুলি হল —

  • দাঁতের শিরশিরানি থেকে মুক্তি
  • স্বাস্থ্যকর মাড়ি
  • মজবুত দাঁত
  • প্রাকৃতিক উপায়ে মিনারেল তৈরির মাধ্যমে দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান
  • ব্যাকটেরিয়া বৃদ্ধির হাত থেকে সুরক্ষা এবং ক্যাভিটি তৈরিতে বাধা
  • সতেজ শ্বাস

মূল উপাদান —

হাইড্রোক্সিঅ্য়াপাটিট: প্রাকৃতিকভাবে তৈরি জৈব-সামঞ্জস্যপূর্ণ এবং উদ্ভাবনী উপাদান। এটি দাঁতের অত্যন্ত শিরশিরানি থেকে মুক্তি এবং মিনারেল পুনর্গঠনের জন্য বৈজ্ঞানিক ও চিকিৎসাগতভাবে প্রমাণিত।

বিশুদ্ধ কলমিশোরা: ডেন্টিনে থাকা সংবেদনশীল স্নায়ুর প্রান্তে অস্থায়ী ব্লক তৈরি করে করে যাতে তা স্নায়ুর সংস্পর্শে না আসতে পারে।

ফ্লোরাইড: হাইড্রোক্সিঅ্য়াপাটিটের সঙ্গে জোট বেঘে দাঁতের সংবেদনশীলতা ব্যবস্থাপনায় অত্যন্ত কার্যকর।

পটাশ অ্যালুম: মুখের ব্যাকটেরিয়া প্রতিরোধে কার্যকর এবং প্লাক ও মাড়ির প্রদাহের চিকিৎসায় সহায়ক।

লবঙ্গ তেল: বহু সংখ্যক মৌখিক প্যাথোজেনের বিরুদ্ধে অ্যান্টি-ক্যারিওজেনিক এবং সাইটোটক্সিক কার্যকলাপ তৈরি করে। এটিতে ইউগিনল রয়েছে যা বায়োফিল্ম গঠনের কার্যকলাপকে বাধা দেয় এবং বায়োফিল্ম গঠনকারী কোষগুলির কার্যকারিতা হ্রাস করে।

আজাদিরচটা ইন্ডিকার নির্যাস: দাঁতের চিকিৎসায় একটি দারুন ভেষজ। এটি একটি অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান এবং এটি অ্যাসিডোজেনিক মৌখিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর যা দাঁতে প্লাক সৃষ্টি করে।❖ ইউক্যালিপটাস তেল: একটি শক্তিশালী অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান।

‘পতঞ্জলি দন্ত কান্তি সেনসিটিভ’ টুথপেস্টে রয়েছে কার্বনেট, অ্যাকোয়া, হাইড্রোক্সিঅ্যাপেটিট, হাইড্রেটেড সিলিকা, গ্লিসারিন, সোডিয়াম, লরেথ সালফেট, ফ্লেভার, পিইজি-৩২, টাইটানিয়াম ডাই অক্সাইড, প্রোপেনেডিওল, সোডিয়াম স্যাকারিন, সেলুলোজ গাম, ট্রাইফোড, ট্রাইফোডস, সোডিয়াম ফ্লোরাইড, পটাসিয়াম সাইট্রেট, পোলোক্সামের ৪০৭, টোকোফেরিল অ্যাসিটেট, ক্লোরহেক্সিডিন ডাইউন্ডেসিলেনেট-এর মতো উপাদান

পতঞ্জলি দন্ত কান্তি সেনসিটিভ’ টুথপেস্টের প্রতি ১০০ গ্রামে রয়েছে —

  • সুভারচিকা (বিশুদ্ধ কালমিশোরা): ২৫০০ মিলিগ্রাম,
  • কান্তকারি (সোলানাম জ্যান্থোকারপাম) ডব্লিউপি. এক্সট্র্যাক্ট : ৩০০ মিলিগ্রাম,
  • আকারকারা (অ্যানাসাইক্লাস পাইরেথ্রাম) আরটি. এক্সট্র্যাক্ট: ৩০০ মিলিগ্রাম,
  • অ্যাপামার্গ (অ্যাসাইব়্যান্থেস অ্যাসপেরা) ডব্লিউপি. এক্সট্র্যাক্ট: ৩০০ মিলিগ্রাম,
  • গ্রিন টি (ক্যামেলিয়া সিনেনসিস) এলএফ. এক্সট্র্যাক্ট. ৩০০ মিলিগ্রাম,
  • বজ্রদন্তি (বারলেরিয়া প্রিওনাইটিস) ডব্লিউপি. এক্সট্র্যাক্ট: ৩০০ মিলিগ্রাম,
  • মিসওয়াক (সালভাডোরা পারসিকা)সেন্ট. বি.কে. এক্সট্র্যাক্ট: ৩০০ মিলিগ্রাম,
  • মধু (মধু বিশুদ্ধ) নেক্টার ২০০ মিলিগ্রাম,
  • লঙ্গ (সিজাইজিয়াম অ্যারোমেটিকাম) এফওয়ান. বাড ওয়েল ৭০ মিলিগ্রাম,
  • কাপুর স্যাট (দারুচিনি ক্যাম্পোরা) সেন্ট ৭০ মিলিগ্রাম,
  • আজওয়াইন স্যাট (ট্র্যাকিস্পারাম আম্মি) এসডি. ৭০ মিলিগ্রাম,
  • পুদিনা বসে (মেন্থ পিপারিতা) এপি. ৭০ মিলিগ্রাম,
  • দারচিনি (সিনামোমাম জেইলানিকাম) বিকে. ওয়েল ৫০ মিলিগ্রাম,
  • বড় এলাচ (আমোমাম সাবুলাটাম) এফআর. ওয়েল ৫০ মিলিগ্রাম,
  • অ্য়ানাইস (ফয়েনিকুলাম ভালগেয়ার) এফআর. ওয়েল ৫০ মিলিগ্রাম,
  • টোমার (জ্যানথক্সিলাম অ্যালাটাম) এসডি. ওয়েল ১০ মিলিগ্রাম,
  • জায়ফল (মিস্টিরিকা ফ্র্যাগ্রান্স) এসডি. ওয়েল ১০ মিলিগ্রাম,
  • নীলগিরি (ইউক্যালিপটাস গ্লোবুলাস) এলএফ. ওয়েল ১০ মিলিগ্রাম,
  • নিম (আজাদিরাক্টা ইন্ডিকা) এসডি. ওয়েল ১০ মিলিগ্রাম,
  • আদা (Zingiber officinale) আরজেড. ওয়েল ১০ মিলিগ্রাম,
  • শুভ্র (অ্যালুম পিউরিফাইড) পাউডার ১০ মিলিগ্রাম

আপনি যদি মাল্টিপারপাস টুথপেস্ট খুঁজছেন, তা হলে ভাবার প্রয়োজন নেই। মুখের স্বাস্থ্যের জন্য আমাদের সুপারিশ ‘দন্ত কান্তি সেনসিটিভ টুথপেস্ট’! এটি ক্লিনিক্যালি পরীক্ষিত এবং নিরাপদ। আমাদের গ্রাহকদের এবং দাঁতের চিকিৎসকদের মতে, এই টুথপেস্টটি কার্যকরীভাবে বিভিন্ন অবস্থার চিকিৎসা করে। যেগুলি হল — দাঁতের শিরশিরানি, মাড়ি ফুলে যাওয়া, রক্তপাত, দাঁতে ব্যথা এবং নিঃশ্বাসের দুর্গন্ধ।

তথ্যসূত্র —

  • Palmer L.C.., Newcomb C.J., Kaltz S.R., Spoerke E.D., Stupp S.I.; Biomimetic Systems for Hydroxyapatite Mineralization Inspired By Bone and Enamel; Chem. Rev. 2008, 108, 4754–4783.
  • Rahardjo A., Nasia A.A., Adiatman M., Maharani D.A.; potassium nitrate in desensitizing dentin hypersensitivity; Asian j pharm clin res, vol 9, issue 2, 2016, 345-347.
  • Shen S.Y, Tsai C.H., Yang L.C., Chang Y.C.; Clinical efficacy of toothpaste containing potassium citrate in treating dentin hypersensitivity; J Dent Sci 2009;4(4):173−177.
  • Gopinath N.M., John J., Nagappan N., Prabhu S., Kumar E.S.; Evaluation of Dentifrice Containing Nano-hydroxyapatite for Dentinal Hypersensitivity: A Randomized Controlled Trial; Journal of International Oral Health 2015; 7(8):118-122.
  • Philip E Benson1 , Nicola Parkin1 , Fiona Dyer1 , Declan T Millett2 , Susan Furness3 , Peter Germain4 Fluorides for the prevention of early tooth decay (demineralised white lesions) during fixed brace treatment . Cochrane Database of Systematic Reviews 2013, Issue 12. Art. No.: CD003809. DOI: 10.1002/14651858.CD003809.
  • Benson P.E., Parkin N., Dyer F., Millett D.T., Furness S., Germain P.; Fluorides for the prevention of early tooth decay (demineralised white lesions) during fixed brace treatment . Cochrane Database of Systematic Reviews 2013, Issue 12. Art. No.: CD003809. DOI: 10.1002/14651858.CD003809.
  • Pandit S, Kim JE, Jung KH, Chang KW, Jeon JG: Effect of sodium fluoride on the virulence factors and composition of Streptococcus mutans biofilms. Arch Oral Biol. 2011 Jul;56(7):643-9. doi: 10.1016/j.archoralbio.2010.12.012. Epub 2011 Jan 15
  • https://go.drugbank.com/drugs/DB09325.
  • Lakshmi T., Krishnan V., Rajendran R., Madhusudhanan N.; Azadirachta indica: A herbal panacea in dentistry – An update; PHCOG REV.; Vol 9/ Issue 17/ Jan-Jun 2015; ISSN : 0973-7847.
  • Vanishree BK, Gangadharaiah C, Kajjari S, et al. Comparative Evaluation of the Effect of Alum and Herbal Mouthrinses on Plaque Inhibition in Children: A Randomized Clinical Trial. Int J Clin Pediatr Dent 2021;14(5):610–615.
  • Deepanjeet Kaur*, Kaushal K Chandrul; Syzygium aromaticum L. (Clove): A vital herbal drug used in periodontal disease; Indian J. Pharm. Biol. Res. 2017; 5(2):45-51.
  • Kaur D., Chandrul K.K.; Syzygium aromaticum L. (Clove): A vital herbal drug used in periodontal disease; Indian J. Pharm. Biol. Res. 2017; 5(2):45-51.
  • A. Nordin, A. Bin Saim, R. Ramli, A. Abdul Hamid, N. Wahida Mohd Nasri, R. Bt Hj Idrus, Miswak and Oral Health: An Evidence-Based Review, Saudi Journal of Biological Sciences (2020), doi.org/10.1016/j.sjbs.2020.05.020.

এই প্রতিবেদনটি ‘পতঞ্জলি দন্ত কান্তি’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy