E-Paper

মজবুত ভিত গঠনের মাধ্যমে ইঞ্জিনিয়ারিংয়ে উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করছে কলকাতার এই বিশ্ববিদ্যালয়

‘এসএনইউ’-এর ‘স্কুল অফ ইঞ্জিনিয়ারিং’-এ ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এটি শুধু একটি ডিগ্রি নয়, এটি একটি নতুন জীবনের শুরু। যেখানে শিক্ষার্থীরা শিখবে, জানবে এবং নিজের ভবিষ্যতকে গড়ে তুলতে পারবে।

চিত্র: সংগৃহীত

চিত্র: সংগৃহীত

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৫:০৯
Share
Save

বদলাচ্ছে পরিস্থিতি। পাশাপাশি বদলে যাচ্ছে আমাদের চারপাশের পৃথিবীও। নতুন নতুন প্রযুক্তি, পরিবেশবান্ধব উদ্ভাবন এবং মানুষের উপকারে আসা বিভিন্ন সহজ সমাধান আমাদের ভবিষ্যতকে নতুন করে গড়ে তুলছে। এই ভবিষ্যৎ গড়ার মূল কারিগর হলেন ইঞ্জিনিয়াররা। তাই এখন থেকেই ভবিষ্যৎ গড়ার প্রস্তুতিতে অভিনব উদ্যোগ নিচ্ছে ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’র ‘স্কুল অফ ইঞ্জিনিয়ারিং’।

‘এসএনইউ’-এর এই অনন্য উদ্যোগে এমন এক নতুন প্রজন্ম তৈরি হতে চলেছে, যারা শুধু চাকরির জন্য পড়বে তা-ই না, বরং নতুন কিছু গঠন করবে, নেতৃত্ব দেবে এবং সমাজ পরিবর্তনেও সাহায্য করবে।

‘এসএনইউ’-এর ‘স্কুল অফ ইঞ্জিনিয়ারিং’-এ ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এটি শুধু একটি ডিগ্রি নয়, এটি একটি নতুন জীবনের শুরু। যেখানে শিক্ষার্থীরা শিখবে, জানবে এবং নিজের ভবিষ্যতকে গড়ে তুলতে পারবে।

টেকনো ইন্ডিয়া গ্রুপের গ্রুপ সিইয়ো সঙ্কু বোস

টেকনো ইন্ডিয়া গ্রুপের গ্রুপ সিইয়ো সঙ্কু বোস

‘এসএনইউ’-এ এমন অনেক আধুনিক কোর্স আছে, যা বর্তমান সময়ের চাহিদার সঙ্গে পুরোপুরি মানানসই।

১) ‘বি.টেক ইন ভিএলএসআই অ্যান্ড সেমিকন্ডাক্টার টেকনোলজি’ (B.Tech in VLSI and Semiconductor Technology): এই কোর্সটি ভারতের সেমিকন্ডাক্টর মিশনের সঙ্গে যুক্ত, যা আপনাকে উদ্ভাবনী ডিজ়াইন ও আধুনিক প্রযুক্তির জগতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

২) ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং’ (Industrial and Systems Engineering): ভবিষ্যতে শিল্পক্ষেত্রে, লজ়িস্টিকস এবং ডিজিটাল পদ্ধতি নিয়ে কাজ করতে চাইলে এই কোর্স শিক্ষার্থীদের জন্য একদম উপযুক্ত।

‘স্কুল অফ ইঞ্জিনিয়ারিং’-এর পাঠ্যক্রমে ‘ইন্ডাস্ট্রি ৫.০’-এর ধারণাও অন্তর্ভুক্ত রয়েছে। যেখানে প্রযুক্তি আর মানুষের অনুভূতি এক সঙ্গে মিলিয়ে হয়ে কাজ করে। এই কোর্সের ষষ্ঠ সেমিস্টার থেকেই ইন্টার্নশিপের সুযোগ থাকায় শিক্ষার্থীরা এখানে পড়ার পাশাপাশি হাতেকলমে কাজের অভিজ্ঞতাও অর্জন করতে পারবে, পাশাপাশি ‘এসএনইউ’তে (STEM) ‘গ্লোবাল পাথওয়ে প্রোগ্রাম’-এর মাধ্যমে শিক্ষার্থীরা এখানে তাদের পাঠ্যক্রম শুরু করে, পরবর্তীকালে প্রয়োজন অনুযায়ী যুক্তরাষ্ট্রের বড় বড় বিশ্ববিদ্যালয়ে গিয়েও তাদের পড়াশুনো শেষ করতে পারবে। এই সুযোগ বিদেশে শিক্ষা অর্জন ও কাজ করার অভিজ্ঞতা লাভ করার জন্য অত্যন্ত কার্যকর।

তবে শুধুই ক্লাসরুমের শিক্ষাতেই সীমাবদ্ধ নয়। এ ছাড়াও এখানে রয়েছে:

‘ইনোভেশন ল্যাব’, ‘স্টুডেন্ট ক্লাব’, এবং ‘স্টার্টআপ ইনকিউবেশন সেন্টার’। এই ধরনের আন্তর্জাতিক সহযোগিতা থাকার কারণে শিক্ষার্থীরা আরও বৃহত্তর ক্ষেত্রে ভাবতে শিখবে। কারণ, ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’র উদ্দেশ্য শুধু ভাল ইঞ্জিনিয়ার তৈরি করা নয়, ভাল মানুষও তৈরি করা, যার মধ্যে থাকবে নেতৃত্ব, ধৈর্য এবং সহানুভূতি।

Viksit Bharat@2047-এর লক্ষ্য পূরণে ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’ অনন্য ভূমিকা রাখতে চায়। তাই ভবিষ্যতের লক্ষ্য পূরণে শিক্ষার্থীদের জন্য ‘এসএনইউ’ হল সঠিক ঠিকানা।

‘এসএনইউ’ থেকেই হোক স্বপ্নের শুরু। নিজের ভেতরের শক্তিকে খুঁজে বের করুন, নতুন কিছু তৈরি করুন এবং আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে চলুন।

এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’—এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

university Education Global Pathway Program

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}