Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Dabur

কুমোরপাড়ার মৃৎশিল্পীদের সাহায্যের হাত বাড়িয়ে দিল ডাবর রুমাটিল

প্রায় ৬ মাস আগে থেকেই মায়ের মূর্তি গড়ার কাজ শুরু হয়ে যায় এখানে

বিজ্ঞাপন প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২০ ১২:৪৪
Share: Save:

সারা বাংলা জুড়ে চলছে উৎসবের মরশুম। দেবী দশভূজার মর্ত্যে আগমনে সকলে মেতে উঠেছে খুশির মেজাজে। তবে এই উৎসবকে এতটা সুন্দর করে তোলার পেছনে কুমোরটুলির মৃৎশিল্পীদের কথা না বললেই নয়। এখানকার মৃৎশিল্পীরা সারাবছর দিন-রাত এক করে কঠোর পরিশ্রম করে প্রতিমা তৈরি করেন। প্রতিমা গড়ায় কুমোরটুলির জগৎ জোড়া নাম। ছোট থেকে বড় যেমনই হোক না কেন, এখানকার প্রতিমার আদল অতি সহজেই মানুষের মন ভাল করে দেয়।

প্রায় ৬ মাস আগে থেকেই মায়ের মূর্তি গড়ার কাজ শুরু হয়ে যায় এখানে। সকাল থেকে রাত, তাদের ভালোবাসার ছোঁয়ায় একের পর এক বিভিন্ন আদলের প্রতিমা তৈরি করেন কুমোরটুলির মৃৎশিল্পীরা। এবছর পুজোয়ও তারা একইভাবে তৈরি করেছেন মায়ের সহস্র রূপ। আর তাদের এই পরিশ্রমে যাতে কোনওভাবে বাঁধা না পরে, তার জন্য তাদের সাহায্য করেছে ডাবরের রুমাটিল তেল। সারা দিন কঠোর পরিশ্রমের ফলে হাঁটু ব্যাথা, গাঁটে গাঁটে ব্যাথা হওয়া খুবই স্বাভাবিক। তবে এই বছর এই সমস্ত ব্যাথা বেদনাকে সারিয়ে তুলতে সাহায্য করেছে ডাবর রুমাটিল তেল। যার ফলে বিনা কষ্টে, কুমোরটুলির সকল মানুষ মা-কে সাজিয়ে তুলেছেন সহস্র রূপে।

হাঁটু ব্যাথা, কোমরে ব্যাথা, কাঁধে ব্যাথা এবং গাঁটে গাঁটে ব্যাথার ঝটপট আরামের জন্য ডাবর রুমাটিল তেল একমাত্র ভরসা। এটি ৯৯% কার্যকরী উপাদান দিয়ে তৈরি একমাত্র ব্যাথা উপশমকারী তেল যা আপনার সমস্ত ব্যাথাকে সারিয়ে তুলবে নিমেষে এবং আপনাকে দেবে চটজলদি আরাম। তাই আর দেরি না করে আপনার সমস্ত ব্যাথাকে সারিয়ে তুলুন ডাবর রুমাটিল তেলের সাহায্যে।

এটি একটি বিজ্ঞাপন প্রতিবেদন। স্পনসরের সঙ্গে যৌথ উদ্যোগে প্রকাশিত।

অন্য বিষয়গুলি:

Durga Puja 2020 Kumortuli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy