মহড়ায় উপস্থিত সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
বাংলাদেশ ও আমেরিকার নৌবাহিনীর পাঁচ দিনব্যাপী যৌথ মহড়া শুরু হয়েছে। মঙ্গলবার ‘এক্সারসাইজ কো-অপারেশন এফ্লট রেডিনেস এন্ড ট্রেনিং’ নামে এই মহড়ার উদ্বোধনী অনুষ্ঠান হয় চট্টগ্রাম নৌঘাঁটির স্কুল অফ মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিস (এসএমডব্লিউটি)-এ।
বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর খবরের বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা জানায়, নৌবাহিনী ষষ্ঠবারের মত আমেরিকা নৌবাহিনীর সঙ্গে এই যৌথ মহড়ায় অংশ নিচ্ছে। এটি যুগোপযোগী ও আধুনিক নৌ প্রশিক্ষণের একটি মহড়া। আগামী ২৯ অক্টোবরে মহড়া শেষ হবে।
বাংলাদেশের কম্যান্ডার বিএন ফ্লিট কমডোর শেখ আরিফ মাহমুদ প্রধান অতিথি হিসাবে এ মহড়ার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মার্কিন আমেরিকা নৌবাহিনীর ডেস্ট্রয়ার স্কোয়াড্রন-৭ এর কমান্ডার ক্যাপ্টেন এইচ বি লি।
এই অনুষ্ঠানে হাজির ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ড্যার, আমেরিকা নৌবাহিনীর কর্মকর্তা ও উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। আমেরিকা নৌবাহিনীর সিটিএফ-৭৩, সিডিএস-৭, ইওডিএমইউ-৫, সি-৭এফসহ মার্কিন দূতাবাসের প্যাকম টিমের কর্মকর্তারাও এই মহড়ায় অংশ নেন।
পোতাশ্রয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক এই মহড়ায় আইইডি (ইমপ্রোভাইজ এক্সক্লুসিভ ডিভাইস) ফান্ডামেন্টালস, ইওডি (এক্সপোসিভ ওর্ডনেন্স ডিসপোজাল) টুলস, বোট মেইনটেন্যান্স, কমব্যাট লাইফ সেভিং এন্ড মিশন প্ল্যানিং ইত্যাদি বিষয়ের উপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। যা দুই দেশের নৌবাহিনীর অপারেশনাল কর্মকাণ্ড সম্পর্কে ধারণা নেওয়া, সক্ষমতা বৃদ্ধি ও উন্নত প্রযুক্তির সঙ্গে পরিচিতি লাভ করতে কার্যকরী ভূমিকা নেবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy