Partha Chatterjee

পার্থের জামাইয়ের পরে বেয়াই! নিয়োগ মামলায় সাক্ষ্য কল্যাণময়ের মামার, দিয়েছেন জমির দলিলও

পার্থ চট্টোপাধ‍্যায়ের বেয়াইয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক দলিলের ‘ফোটোকপি’ উদ্ধার করেছিল ইডি। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, পরে পার্থের বেয়াই ইডির দফতরে গিয়ে আরও কিছু নথি দিয়ে এসেছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৮:৪৭
পার্থ চট্টোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যায়। — ফাইল চিত্র।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে ইডির করা মামলায় গোপন জবানবন্দি দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। এ বার সেই মামলায় বৃহস্পতিবার আদালতে গিয়ে সাক্ষ্য দিলেন কল্যাণময়ের মামা, যিনি সম্পর্কে পার্থের বেয়াই হন। তদন্ত চলাকালীন পার্থের বেয়াইয়ের বয়ান রেকর্ড করেছিলেন ইডির অফিসারেরা। তিনি জানিয়েছেন, জমির দলিল-সহ একাধিক নথি ইডিকে দিয়েছেন।

Advertisement

পার্থ চট্টোপাধ‍্যায়ের বেয়াইয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক দলিলের ‘ফোটোকপি’ উদ্ধার করেছিল ইডি। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, পরে পার্থের বেয়াই ইডির দফতরে গিয়ে আরও তিনটি জমির দলিল, একটি সংস্থার অডিট রিপোর্ট, এলআইসির শংসাপত্র এবং একটি ফ্ল‍্যাটের দলিল দিয়ে এসেছিলেন। পাঁচ থেকে ছ’বার ইডি দফতরে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁর বয়ান নেওয়া হয় বলে ইডি সূত্রে খবর। পার্থের বেয়াই জানিয়েছেন, বয়ান সংগ্রহের সময় কেউ তাঁকে ‘প্ররোচিত’ করেননি।

এর আগে পার্থের বিরুদ্ধে ‘রাজসাক্ষী’ হন তাঁর জামাই কল্যাণময়। এই মামলায় পার্থের সঙ্গে অভিযুক্তদের তালিকায় ছিলেন তিনিও। সূত্রের খবর, ‘রাজসাক্ষী’ হওয়ার পরে তিনি আর অভিযুক্ত থাকবেন না। আমেরিকা প্রবাসী কল্যাণময় এখন কলকাতায়। গোপন জবানবন্দির মাধ্যমে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় তিনি গুরুত্বপূর্ণ তথ্য আদালতে পেশ করতে চাইছেন বলে আইনজীবী মারফত আবেদন করেছিলেন কল‍্যাণময়। বিচারক ওই আবেদন মঞ্জুরও করেন। তিনি কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতকে দ্রুত কল্যাণময়ের গোপন জবানবন্দি নেওয়ার নির্দেশ দেন। এ বার সাক্ষ্য দিলেন তাঁর মামা।

Advertisement
আরও পড়ুন