Statue of Liberty

যৎকিঞ্চিৎ

ফরাসি নেতার তাই দাবি, ফ্রান্সের পাঠানো উপহার স্ট্যাচু অব লিবার্টি ফেরত দিক আমেরিকা। হোয়াইট হাউসের বাবুটির সে অভিমানে বয়েই গেল।

Advertisement
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ০৭:৪২

তুমি আর নেই সে তুমি: শচীনকত্তার গান গাইছেন ফরাসি রাজনীতিক, আমেরিকার উদ্দেশে। মানে ভাবখানা ও রকমই। যে ছিল গণতন্ত্র ও মুক্তচিন্তার পীঠ, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় তার কী দশাই না হয়েছে! শুধুই নাগরিক পীড়ন, মানবাধিকারের কণ্ঠরোধ। ফরাসি নেতার তাই দাবি, ফ্রান্সের পাঠানো উপহার স্ট্যাচু অব লিবার্টি ফেরত দিক আমেরিকা। হোয়াইট হাউসের বাবুটির সে অভিমানে বয়েই গেল। কুরিয়ারে মূর্তি ফেরত পাঠিয়ে হয়তো নিজের স্ট্যাচু বসাবেন পত্রপাঠ!

Advertisement
Advertisement
আরও পড়ুন