West Bengal Weather Update

বছরের শেষ সপ্তাহেও শীত কম! মঙ্গলে বৃষ্টি দক্ষিণের তিন জেলায়, বড়দিনে দার্জিলিঙে তুষারপাত

মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। এই জেলাগুলিতে বুধবারও কুয়াশা থাকতে পারে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১১:৫৭
image of fog

বড়দিনে দার্জিলিঙে হতে পারে তুষারপাত। — ফাইল চিত্র।

ডিসেম্বরের শেষেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় জাঁকিয়ে ঠান্ডা পড়েনি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার দিন গোটা রাজ্যে রাতের তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ বছরশেষের আগে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। এর মধ্যেই মঙ্গলবার দক্ষিণের তিন জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বড়দিনে দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের বেশ কিছু জেলায় কুয়াশার জন্য সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

সোমবার দার্জিলিংয়ে রাতে তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়া। কালিম্পং, কোচবিহার, বাগডোরাতেো রাতের তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমেছে। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা সব থেকে কম ছিল পুরুলিয়ায়। সেখানে রাতের তাপমাত্রা ছিল ১০.১ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় রাতের তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস বলছে, আগামী চার দিন রাতের তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে বলে ডিসেম্বরেও জাঁকিয়ে পড়ছে না শীত। পশ্চিমি ঝঞ্ঝায় আটকে যাচ্ছে উত্তুরে হাওয়া। সে কারণে আগামী চার দিন তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তার পরে ধীরে ধীরে কমতে পারে তাপমাত্রা।

এর মাঝেই মঙ্গলবার উপকূলবর্তী তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। তবে জেলার সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণের বাকি জেলাও শুষ্কই থাকবে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। তবে কিছু জেলা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। এই জেলাগুলিতে বুধবারও কুয়াশা থাকতে পারে। তবে কোনও জেলাতেই সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

বড়দিনে দার্জিলিঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, তুষারপাতও হতে পারে। বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলা শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে কুয়াশার জন্য কয়েক জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার, মালদহে মঙ্গল এবং বুধবার ঘন কুয়াশা থাকতে পারে। দৃশ্যমানতা নামতে পারে ৫০ মিটারে। ওই পাঁচ জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

Advertisement
আরও পড়ুন