ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
কখনও খুদের কোলে শুয়ে শুয়ে কার্টুন দেখছে। কখনও আবার মগ্ন হয়ে টেলিভিশনের পর্দার দিকে তাকিয়ে রয়েছে বল পাইথন। কিশোরীর সঙ্গে খুবই ভাব সাপের। আইপ্যাডে অধিকাংশ সময় মুখ গুঁজে রয়েছে বলে ডোরাকাটা সাদা পাইথনকে ‘আইপ্যাড প্রেমী’ বলে দাগিয়ে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘ভেরো_অফিসিয়াল_’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, এক কিশোরীর কোলে গুটিসুটি মেরে বসে রয়েছে একটি বল পাইথন। কিশোরী বিছানায় শুয়ে শুয়ে আইপ্যাড দেখছে। তার সঙ্গী হয়েছে বল পাইথনটি। কিশোরীর সঙ্গে মন দিয়ে টিভিও দেখছে সে। কিশোরী যখন আইপ্যাডে ‘পেন্ট’ খুলে রেখেছিল, তখন সাদা স্ক্রিনে মুখ ঘষে আঁকিবুকিও করছিল পাইথনটি। একসঙ্গে কার্টুনও দেখছে তারা।
আসলে সেই বল পাইথনটি কিশোরীর পোষ্য। তার সর্ব ক্ষণের সঙ্গী পাইথনটি। কাগজে বল পাইথনের ছবি এঁকে তা আবার পোষ্যকে দেখাচ্ছে ওই কিশোরী। বল পাইথনের সঙ্গে কিশোরীর সখ্য দেখে ভিডিয়োয় ভালবাসা এঁকে দিয়েছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক জন লিখেছেন, ‘‘বল পাইথনটি তো একেবারে প্রযুক্তিঘেঁষা। টিভি, আইপ্যাড ছাড়া থাকতেই পারে না।’’ আবার এক জন লিখেছেন, ‘‘বাচ্চা মেয়েটির সঙ্গে সাপটির ভাব দেখে মন ভাল হয়ে গেল।’’