Delhi

ফেব্রুয়ারির চার দিন মদ মিলবে না রাজধানীতে, ক্লাব, পানশালাও বন্ধ! নির্দেশ দিল্লি সরকারের

দিল্লির ৭০টি বিধানসভা আসনে ভোট রয়েছে আগামী ৫ ফেব্রুয়ারি। ৮ ফেব্রুয়ারি গণনার দিন। তবে ভোটের দু’দিন আগে থেকে দিল্লিতে মদ বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ০৯:৫৫
liquor

—প্রতীকী চিত্র।

ফেব্রুয়ারি মাসের চার দিন মদ বিক্রি বন্ধ রাজধানীতে। মদের দোকান এবং পানশালা, দুই-ই বন্ধ থাকবে। নির্দেশ দিল দিল্লি সরকার।

Advertisement

মঙ্গলবার দিল্লির আবগারি দফতরের তরফে জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছে, ভোটের জন্য আগামী ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এবং তার পর ৮ ফেব্রুয়ারি দিল্লি শহরের সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। পানশালাগুলিও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দিল্লির ৭০টি বিধানসভা আসনে ভোট রয়েছে আগামী ৫ ফেব্রুয়ারি। ৮ ফেব্রুয়ারি গণনার দিন। তবে ভোটের দু’দিন আগে থেকে দিল্লিতে মদ বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। গণনার দিনও বন্ধ থাকবে পানশালা এবং মদের দোকান। নির্দেশিকার বলা হয়েছে, ‘‘উক্ত কয়েক দিন কোনও ক্লাব, হোটেল, রেস্তরাঁ এবং দোকানে মদ বিক্রি করা যাবে না।’’

দিল্লির বিধানসভা ভোটের লড়াই এ বার মূলত ত্রিমুখী। শাসকদল আম আদমি পার্টি (আপ)-র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বিজেপি এবং কংগ্রেসের। গত বিধানসভা ভোটে ৬২টি আসনে জয়ী হয়েছিল আপ। মাত্র ৮টি আসনে জয়ী হয় বিজেপি। কংগ্রেস খাতা খুলতে পারেনি। তবে ১৯৯৮ থেকে ২০১৩ পর্যন্ত একটানা দিল্লির বিধানসভা ভোটে জয়ী হয়েছিল কংগ্রেস। তার পর থেকে জয়ী হয়ে আসছে আপ। এ বার ফের দিল্লি দখলে মরিয়া কংগ্রেস। লোকসভা ভোটে দিল্লিতে জোট করে লড়লেও বিধানসভা ভোটে আপের সঙ্গে জোট হয়নি তাদের। বরং বিজেপি এবং আপকে একাসনে বসিয়ে আক্রমণ শানাচ্ছে হাত শিবির।

Advertisement
আরও পড়ুন