খেলতে খেলতে নদিয়ায় মৃত্যু শিশুর। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
মায়ের ওড়না নিয়ে খেলা করছিল আট বছরের শিশু। খেলতে খেলতে ঘটল মর্মান্তিক ঘটনা। সেই ওড়নার ফাঁসেই মৃত্যু হল তার। নদিয়ার হাঁসখালি থানার অন্তর্গত ফুলবাড়ি গ্রামের ঘটনা। মৃতের নাম সন্দীপ সরকার। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার শিশুটি নিজের ঘরে মায়ের ওড়না নিয়ে খেলছিল। সেই সময় গলায় ফাঁস লেগে যায়। আত্মীয়েরা ঘরে ঢুকে দেখেন গলায় ফাঁস দেওয়া অবস্থায় খাট থেকে ঝুলছে সে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
শিশুর আত্মীয় সুমন্ত সরকার বলেন, ‘‘বাড়িতে একাই খেলা করছিল সন্দীপ। একটি মোবাইলও ছিল তার কাছে। সেই সময় ওড়নায় ফাঁস লেগে গিয়েছে। বিষয়টি শোনার পরই আমরা ওকে নিয়ে হাসপাতালে যাই। যদিও শেষরক্ষা হয়নি।’’