Body Recovered at Barasat

ফ্ল্যাটে পড়ে স্বামীর দেহ, বারাসতে ঘরের মধ্যেই দিব্য দিনযাপন মানসিক ভাবে ভারসাম্যহীন স্ত্রীর!

রবিবার সকালে ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পান বৃদ্ধ দম্পতির প্রতিবেশীরা। গত তিন-চার দিন ধরে দম্পতিকে দেখতে পাননি তাঁরা। সন্দেহ হওয়ায় থানায় খবর দেন প্রতিবেশীরা। পরে পুলিশ গিয়ে ফ্ল্যাট থেকে উদ্ধার করে বৃদ্ধের দেহ।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ২০:৪৮
বারাসতে ফ্ল্যাটের ভিতর থেকে উদ্ধার বৃদ্ধের দেহ।

বারাসতে ফ্ল্যাটের ভিতর থেকে উদ্ধার বৃদ্ধের দেহ। — প্রতীকী চিত্র।

ফ্ল্যাটের ভিতর থেকে দুর্গন্ধ আসছিল। তাতেই সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁরাই খবর দেন থানায়। পরে পুলিশ গিয়ে ফ্ল্যাটের ভিতর থেকে উদ্ধার করে বৃদ্ধের দেহ। মৃতের স্ত্রী সেই সময়ে বাড়িতেই ছিলেন। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসতে। স্বামী ঘরে মৃত অবস্থায় পড়ে থাকলেও যেন কোনও হেলদোল ছিল না স্ত্রীর। পুলিশ সূত্রে খবর, স্বাভাবিক ভাবেই জীবন যাপন করছিলেন তিনি। প্রতিবেশীরা জানাচ্ছেন, ওই মহিলা মানসিক ভাবে ভারসাম্যহীন। অনুমান করা হচ্ছে, সম্ভবত সেই কারণেই স্বাভাবিক দিনযাপন করছিলেন বৃদ্ধা।

Advertisement

মৃতের নাম সুনীল চক্রবর্তী (৭৩)। বারাসতে টাকি রোডের ধারে ওই আবাসনের একটি ফ্ল্যাটে স্ত্রীর সঙ্গে থাকতেন তিনি। প্রতিবেশীরা জানাচ্ছেন, কয়েক বছর আগে দম্পতির এক মাত্র সন্তানের মৃত্যু হয়। দম্পতির আত্মীয়েরা কে কোথায় থাকেন, সে সবের কিছুই জানা নেই প্রতিবেশীদের। তাঁরা জানান, পুত্রের মৃত্যুর পর থেকেই বৃদ্ধ-বৃদ্ধা মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। গত তিন-চার দিন ধরে দম্পতিকে দেখতে পাননি আবাসনের অন্য বাসিন্দারা। রবিবার সকালে আশপাশের ফ্ল্যাটের বাসিন্দারা পচা গন্ধ পান। দুর্গন্ধের উৎস ছিল ওই দম্পতির ফ্ল্যাট। গত কয়েক দিনে বৃদ্ধ-বৃদ্ধার দেখা না-পাওয়া এবং রবিবার সকালের দুর্গন্ধের কারণে প্রতিবেশীদের মনে সন্দেহ জাগে।

রবিবার দম্পতির ফ্ল্যাট থেকে ওই দুর্গন্ধ পাওয়ার পর প্রতিবেশীরাই খবর দেন বারাসত থানায়। পুলিশ ওই আবাসনে গিয়ে ফ্ল্যাট থেকে বৃদ্ধের দেহ উদ্ধার করে। বৃদ্ধের স্ত্রী তখন ফ্ল্যাটের ভিতরেই ছিলেন। পুলিশকর্মীরা তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। মৃত ব্যক্তি তাঁর স্বামী কি না, তা জানতে চায় পুলিশ। তাতে বৃদ্ধার উত্তর, “দুই বোন একইরকম দেখতে।” কবে বৃদ্ধের মৃত্যু হয়েছে, কত দিন ধরে তাঁর দেহ ফ্ল্যাটে পড়ে ছিল, সে সব এখনও স্পষ্ট নয়। কী ভাবে তাঁর মৃত্যু হয়েছে, সেটিও অস্পষ্ট। বৃদ্ধের দেহটি ময়নাতদন্তের জন্য বারাসত মেডিক্যাল কলেজে পাঠায় পুলিশ। পাশাপাশি ওই দম্পতির কোনও আত্মীয়কে খুঁজে বার করার চেষ্টা চলছে।

Advertisement
আরও পড়ুন