দুর্ঘটনার কবলে পড়া সেই গাড়ি। —নিজস্ব চিত্র।
বাইপাসে দুর্ঘটনা। বারুইপুর থেকে গড়িয়ার দিকে আসা একটি চারচাকা গাড়ি সোনারপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। বাকি তিন জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বারুইপুর থেকে বাইপাস ধরে গড়িয়ার দিকে যাচ্ছিল একটি গাড়ি। সেই গাড়িতে চালক ছাড়াও ছিলেন তিন জন আরোহী। চৌহাটি বাইপাসের কাছে ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশের একটি গাড়িতে ধাক্কা মারে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই গাড়িটি উল্টে যায়। দেখতে পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয়েরা। তাঁরাই প্রথমে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে আরোহীদের উদ্ধার করার চেষ্টা করেন। খবর দেওয়া হয় পুলিশকে।
পুলিশ এসে চার জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা পরীক্ষা করে এক জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা শুরু হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিন জনের অবস্থাই স্থিতিশীল। তবে তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ভোরে অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল গাড়িটি। তার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। তবে ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।