Allu Arjun

‘পুষ্পা ২’: পদপিষ্ট হওয়ার এক মাস পার, আহতকে দেখতে হাসপাতালে অল্লু অর্জুন

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটার প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয় ৩৫ বছর বয়সি এক মহিলার। গুরুতর জখম হয় তাঁর ন’বছর বয়সি সন্তানও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১৩:০২
Allu Arjun visits hospital to meet the injured child during Sandhya theatre stampede

হায়দরাবাদের হাসপাতালে প্রবেশ করছেন অল্লু অর্জুন (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হওয়ার ঘটনায় সম্প্রতি তিনি জামিন পেয়েছেন। এ বার আহত শিশুটিকে দেখতে হায়দরাবাদের কেআইএমএস হাসপাতালে গেলেন অভিনেতা অল্লু অর্জুন।

Advertisement

মঙ্গলবার সকালে সমাজমাধ্যমে একাধিক ভিডিয়ো এবং ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে অল্লুকে হাসপাতালে প্রবেশ করতে দেখা গিয়েছে। অল্লু আসার আগে হাসপাতালে সুরক্ষা বেষ্টনী আরও জোরদার করা হয়। গত ৫ জানুয়ারি শ্রী তেজা নামক ওই আহত ছেলেটিকে দেখতে যাওয়ার কথা ছিল অল্লুর। কিন্তু সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করা হয়। মঙ্গলবার অভিনেতার পরনে ছিল সুবজ সোয়েটার এবং জিন্‌স। অল্লুকে এক ঝলক দেখার জন্য হাসপাতালের বাইরেও অনুরাগীরাও ভিড় করেন।

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটার প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে দুর্ঘটনা ঘটে। রাত ৮টা নাগাদ অভিনেতা ছবির প্রিমিয়ারে পৌঁছতেই উপচে পড়ে ভিড়। সেখানে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছর বয়সি এক মহিলার। গুরুতর জখম হয় তাঁর আট বছরের ছেলেও। ওই ঘটনার পরেই গ্রেফতার হন অভিনেতা। নিম্ন আদালত তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। পরে অবশ্য তেলঙ্গানা হাই কোর্ট থেকে জামিনে মুক্তি পান অভিনেতা।

এর আগেই দক্ষিণী সুপারস্টার জানিয়েছিলেন তিনি ওই বালকের স্বাস্থ্যের দিকে নজর রাখছেন। এমনকি তার পরিবারের সঙ্গে দেখা করতেও চেয়েছিলেন তিনি। তবে আইনি জটিলতার কারণে তা করতে নিষেধ করা হয়।

গত ২৪ ডিসেম্বর শ্রী তেজার বাবা ভাস্কর জানিয়েছিলেন, ২০ দিন পর তাঁর ছেলে চিকিৎসায় সাড়া দিতে শুরু করেছে।

Advertisement
আরও পড়ুন