ছবি: সংগৃহীত।
অ্যাডভেঞ্চার এবং আনন্দ উপভোগ করার জন্য তরুণ ভ্রমণকারীদের অন্যতম জনপ্রিয় গন্তব্য তাইল্যান্ড। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকেরা তাইল্যান্ডে গিয়ে ভিড় জমান। সেখানে ঘুরতে যান অনেক ভারতীয়ও। তবে অ্যাডভেঞ্চারের নেশায় বুঁদ থাকা তরুণ-তরুণীরা অসাবধানতাবশত কখনও কখনও মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন। মৃত্যুও হয় অনেকের। তেমনই এক দুর্ঘটনার খবরে হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। তাইল্যান্ডে ঘুরতে গিয়ে মারা গিয়েছেন ২২ বছর বয়সি এক তরুণী। হাতিকে স্নান করাতে গিয়ে হাতির দাঁতের আঘাতে মৃত্যু হয়েছে তাঁর।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহত ওই মহিলা স্পেনের ভ্যালাডোলিডের বাসিন্দা। নাম, ব্লাঙ্কা ওজুনগুরেন গার্সিয়া। সম্প্রতি প্রেমিকের সঙ্গে তাইল্যান্ড ঘুরতে গিয়েছিলেন ব্লাঙ্কা। গত শুক্রবার দক্ষিণ-পশ্চিম তাইল্যান্ডের ইয়াও ইয়াই দ্বীপে কোহ ইয়াও নামে হাতি রক্ষণাবেক্ষণ কেন্দ্রে গিয়েছিলেন তিনি। সেখানে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে হাতিকে স্নান করাতে নেমেছিলেন। তখনই ঘটে যায় দুর্ঘটনা।
জানা গিয়েছে, স্নান করানোর সময় ব্লাঙ্কাকে আক্রমণ করে দাঁতাল হাতিটি। হাতির দাঁতের আঘাতে গুরুতর জখম হন তিনি। ব্লাঙ্কাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুঃখজনক ভাবে পুরো বিষয়টিই ঘটে তাঁর প্রেমিকের সামনেই। তবে ব্লাঙ্কার প্রেমিক আহত হয়েছেন কি না তা স্পষ্ট নয়।
উল্লেখ্য, ব্লাঙ্কা স্পেনের পামপ্লোনার নাভারা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম বর্ষের ছাত্রী ছিলেন। আইন এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করছিলেন তিনি। ব্লাঙ্কার মৃত্যুতে শোক প্রকাশ করে একটি বিবৃতি জারি করেছে বিশ্ববিদ্যালয়।