Bizarre Incident

শৌচালয়ের ভিতর থেকে মহিলাদের রূপচর্চা দেখতে পাবেন পুরুষেরা! থিম পার্কে দ্বিমুখী আয়না ব্যবহারে বিতর্ক

পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ওই বিনোদন পার্কে এমন একটি শৌচাগার তৈরি করেছেন, যার দেওয়াল কাচের এবং সেই কাচে দ্বিমুখী আয়না ব্যবহার করা হয়েছে। কাচ এমন ভাবেই তৈরি যে, বাইরে থেকে শৌচাগারের ভিতরে কিছু দেখা যাবে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১২:৪৯
Two way mirror in Bangkok theme park toilet create controversy

ছবি: সংগৃহীত।

ভিতর থেকে বাইরে সব দেখা যাবে। কিন্তু বাইরে থেকে ভিতরের কিছু দেখা যাবে না। এমন কাচের দেওয়ালযুক্ত বাড়ি অনেকেই দেখেছেন। কিন্তু পার্কের শৌচাগারেও সে রকমই বন্দোবস্ত করে এ বার বিতর্কের মুখে তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের একটি জনপ্রিয় থিম পার্ক।

Advertisement

পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ওই বিনোদন পার্কে এমন একটি শৌচাগার তৈরি করেছেন, যার দেওয়াল কাচের এবং সেই কাচে দ্বিমুখী আয়না ব্যবহার করা হয়েছে। কাচ এমন ভাবেই তৈরি যে, বাইরে থেকে শৌচাগারের ভিতরে কিছু দেখা যাবে না। কিন্তু বাইরের দেওয়ালে দ্বিমুখী আয়না ব্যবহার করায় ভিতর থেকে বাইরে সব দেখা যায়। অর্থাৎ, কোনও মহিলা বাইরে দাঁড়িয়ে ওই আয়নায় চুল ঠিক করলে বা রূপসজ্জা করলে প্রকৃতির ডাকে সাড়া দিতে দিতে ভিতর থেকে কোনও পুরুষ সেই মহিলাকে দেখতে পাবেন। আর তা নিয়েই উঠেছে আপত্তি। তৈরি হয়েছে বিতর্ক। পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গোপনীয়তা ভঙ্গ এবং লিঙ্গবৈষম্যের অভিযোগ তুলে সরব হয়েছেন বহু মানুষ। ঝড় উঠেছে সমাজমাধ্যমেও।

গত মাসের মার্চে ‘ইন্টারনেট হল অফ ফেম’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ওই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়। সেখানেই পুরো বিষয়টি প্রকাশ্যে আসে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

দ্বিমুখী আয়না একটি পাতলা ধাতব আবরণ ব্যবহার করে তৈরি করা হয়েছে। এর ফলে উজ্জ্বল দিকটি একটি নিয়মিত আয়নার মতো দেখায়। কিন্তু উল্টো দিকে থাকা মানুষ ও পারে কী হচ্ছে সব দেখতে পান। জিজ্ঞাসাবাদের কক্ষেও এই ধরনের দ্বিমুখী আয়নার ব্যবহার করা হয়।

Advertisement
আরও পড়ুন