Viral Video

আত্মীয়ের বিয়েতে ‘কজরা রে’ গানে নেচে ঝড় তুললেন অভিষেক-ঐশ্বর্যা, সঙ্গ কন্যা আরাধ্যার, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বাঁধা মঞ্চের উপর নাচছেন নবদম্পতি। তাঁদের সঙ্গে সেখানে যোগ দিতে আসেন অভিষেক এবং ঐশ্বর্যা। মঞ্চে ওঠে তাঁদের কন্যা আরাধ্যাও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ০৯:৩০
Video of Abhishek Bachchan and Aishwarya Rai Bachchan dancing along with daughter Aaradhya Bachchan goes viral

ছবি: ইনস্টাগ্রাম।

বহু দিন ধরেই বলিপাড়ায় তাঁদের নিয়ে বিচ্ছেদের জল্পনা। কান পাতলেই শোনা যায় কানাঘুষো। এ বার সে সব জল্পনা উড়িয়ে কন্যা আরাধ্যাকে নিয়ে মঞ্চ কাঁপালেন তারকাযুগল অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাই বচ্চন। পুণেতে ঐশ্বর্যার তুতো ভাইয়ের বিয়েতে গিয়ে ‘বান্টি অউর বাবলি’ সিনেমার বিখ্যাত ‘কজরা রে’ গানে নেচে ঝড় তুলতে দেখা গেল দম্পতিকে। তাঁদের সঙ্গে যোগ দিলেন কন্যা আরাধ্যাও। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বাঁধা মঞ্চের উপর নাচছেন নবদম্পতি। তাঁদের সঙ্গে সেখানে যোগ দিতে আসেন অভিষেক এবং ঐশ্বর্যা। মঞ্চে ওঠে তাঁদের কন্যা আরাধ্যাও। তাঁরা মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে ‘কজরা রে’ গানটি বেজে ওঠে। নাচতে শুরু করেন তারকা যুগল। আরাধ্যাও তাঁদের পাশে পাশে ওই গানে নাচতে থাকে। জনপ্রিয় সেই গানের তালে হাসতে হাসতে একে অপরের দিকে তাকিয়ে নাচতে দেখা যায় অভিষেক-ঐশ্বর্যাকে। তাঁদের পাশে আরাধ্যাকেও নাচতে দেখা যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভাইরাল ভিডিয়োটিকে কেন্দ্র করে হইচইও পড়েছে। পাশাপাশি অভিষেক এবং ঐশ্বর্যাকে একসঙ্গে হাসিখুশি হয়ে সময় কাটাতে দেখে স্বস্তির নিশ্বাস ফেলছেন তারকাযুগলের অনুরাগীরা।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অ্যাশএক্সএডিটস’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। আনন্দে মেতেছেন অভিনেতা এবং অভিনেত্রী যুগলের অনুরাগীরা। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘খুব ভাল লাগছে। এত দিনে জল্পনার অবসান হল। দু’জনে যে একসঙ্গে সুখী রয়েছেন, এই ভিডিয়োই তার প্রমাণ।’’ অন্য আর এক জন লিখেছেন, ‘‘এই জুটির সঙ্গে অন্য কোনও জুটির তুলনা হবে না। বিয়েবাড়িতে গিয়ে তারকাসুলভ আচরণ না করার জন্যও দম্পতির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকদের একাংশ।

Advertisement
আরও পড়ুন