বিরল প্রজাতির টোকে গেকোসমেত ধৃত পাচারকারী। ছবি: সংগৃহীত।
অসমের ডিব্রুগড় থেকে বিরল প্রজাতির ১১টি টিকটিকি-সহ ধরা পড়লেন তিন জন। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তিন পাচারকারীকে ওই টিকটিকি-সহ গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর, ব্যাগে ভরে পাচার করা হচ্ছিল টোকে গেকোগুলিকে। কিন্তু তার আগেই গ্রেফতার করা হয় পাচারকারীদের। ধৃতেরা হলেন দেবাশিস দোহুতিয়া, মানস দোহুতিয়া এবং দীপঙ্কর ঘারফালিয়া। জেরায় পাচারকারীরা পুলিশকে জানিয়েছেন, গেকোগুলিকে অরুণচল প্রদেশ থেকে নিয়ে এসেছে। সেগুলি বিদেশে বিক্রি করার পরিকল্পনা ছিল। এক একটি গেকো ৬০ লক্ষ টাকায় বিক্রি করতেন বলে জানিয়েছেন পাচারকারীরা।
এসটিএফ জানিয়েছে, মোহনবাড়ি এলাকায় সাদা রঙের একটি গাড়ি করে পাচারকারীরা যাচ্ছিলেন। তাদের কাছে আগেই খবর এসেছিল ওই এলাকা দিয়ে বিরল প্রজাতির টিকটিকি পাচার করা হচ্ছে। সেই খবর পেয়েই মোহনবাড়ি এলাকায় অপেক্ষা করছিল এসটিএফ। গাড়িতে তল্লাশি চালানোর সময় টোকে গেকোগুলি উদ্ধার হয়। দক্ষিণ এশিয়ার বাজারে এই টিকটিকির বিপুল চাহিদা। অসম এবং অরুণাচল প্রদেশের বেশ কিছু এলাকায় বিরল প্রজাতির এই টিকটিকি পাওয়া যায়।