—প্রতীকী ছবি।
বর্তমান যুগে জীবন মানে শুধুই দৌড়ে চলা। মানুষের সঙ্গে সম্পর্ক যেন কেবল মুঠোফোনেই আবদ্ধ। তার ফল? মানুষ এগিয়ে যাচ্ছে একাকিত্বের নিকষ কালো অন্ধকারের দিকে। সেই অন্ধকার থেকে একাকী মানুষদের বার করে আনতে অভিনব পরিষেবা শুরু করেছে জাপানের এক ক্যাফে।
ওই ক্যাফেতে গেলেই আলিঙ্গন করে, কোলে শুইয়ে একাকিত্ব দূর করবেন ক্যাফের মহিলা কর্মীরা। অন্তত তেমনটাই দাবি ওই ক্যাফের। যদিও এর বদলে দিতে হবে মোটা টাকা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘বিশেষ’ পরিষেবা দেওয়া ওই ক্যাফেটি রয়েছে জাপানের রাজধানী টোকিয়োয়। খাবারের পাশাপাশি গ্রাহকদের ‘শান্তি’ দেওয়া হয় ওই ক্যাফেতে।
চিনা সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, টোকিয়োর ওই ক্যাফেটির নাম সোয়েনিয়া ক্যাফে। ওই ক্যাফেতে প্রবেশ করলে গ্রাহকদের আলিঙ্গন করেন ক্যাফের মহিলা কর্মীরা। ‘মানসিক যন্ত্রণা’ দূর করতে কোলে শুতেও দেন। যদিও সেই পরিষেবার জন্য খরচ করতে হয় গ্রাহকদের। সংবাদমাধ্যম ‘জাপান টুডে’-র প্রতিবেদন অনুযায়ী, ওই ক্যাফের কোনও মহিলা কর্মীর কোলে ২০ মিনিট শুয়ে বিশ্রাম করতে চাইলে খরচ করতে হয় তিন হাজার ইয়েন (ভারতীয় মুদ্রায় প্রায় ১৭০০ টাকা)। তিন মিনিটের জন্য ওই খরচ হাজার ইয়েন (ভারতীয় মুদ্রায় প্রায় ৫০০ টাকা)। ওই একই পরিষেবা ১০ ঘণ্টা নিতে চাইলে দিতে হয় ৫০ হাজার ইয়েন (ভারতীয় মুদ্রায় প্রায় ২৭ হাজার টাকা)।
তবে ক্যাফের মহিলা কর্মীদের কোলে শুয়ে বিশ্রাম নেওয়ার সময় কয়েকটি নিয়ম মেনে চলতে হয় গ্রাহকদের। কোনও গ্রাহকই মহিলা কর্মীদের শরীরে স্পর্শ করতে পারবেন না। এমনকি, চুলে স্পর্শ করাও বারণ।