Viral Video

আশীর্বাদের থালা সরালেন মত্ত বর! আকণ্ঠ মদ খেয়ে অসভ্যতা বন্ধুদেরও, উচিত শিক্ষা দিলেন কনের মা

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর একটি অনুষ্ঠান হলে ওই বিয়ের আসর বসেছিল। কিন্তু বরযাত্রী উপস্থিত হওয়ার পর কনেপক্ষ দেখে, নেশাগ্রস্ত অবস্থায় বিয়ে করতে এসেছেন বর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৩:০৮

ছবি: এক্স থেকে নেওয়া।

মত্ত অবস্থায় বিয়ে করতে এসেছিলেন বর। মদ খেয়ে কনের বাড়িতে হুজ্জুতি শুরু করেছিলেন বরের বন্ধুরা। সীমা অতিক্রম করতেই মেয়ের সঙ্গে বিয়ে ভেঙে দিলেন কন্যার মা। এমনই এক ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেই ভিডিয়োকে কেন্দ্র করে হইচইও পড়েছে। এ রকম সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য কনের মায়ের প্রশংসায় পঞ্চমুখ নেটাগরিকদের একাংশ। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর একটি অনুষ্ঠান হলে ওই বিয়ের আসর বসেছিল। কিন্তু বরযাত্রী উপস্থিত হওয়ার পর কনেপক্ষ দেখে, নেশাগ্রস্ত অবস্থায় বিয়ে করতে এসেছেন বর। আকণ্ঠ মদ্যপান করেছেন তাঁর বন্ধুরা। আর অনুষ্ঠানস্থলে পা দেওয়া ইস্তক ঝামেলা শুরু করেছেন তাঁরা। আগত অতিথিদের অনেকেই তাঁদের ব্যবহারে বিরক্ত হন। আশীর্বাদ করার সময়ও অসভ্যতা করেন ওই পাত্র। আশীর্বাদের থালা দূরে সরিয়ে দেন। এর পরেই সাহসী পদক্ষেপ নেন কনের মা। হাত জড়ো করে বরপক্ষকে ফিরে যেতে বলেন। মেয়ের বিয়ে ভেঙে দেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ওই ভিডিয়োয় কনের মাকে হাত জড়ো করে বলতে শোনা গিয়েছে, ‘‘এখন থেকেই যদি ছেলের এই অবস্থা হয়, তা হলে ভবিষ্যতে আমার মেয়ের কী হবে তা বুঝতে পারছি।’’

বৃহস্পতিবার ‘কলম কী চোট’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই অনেকে দেখেছেন। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এ রকম সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক সাহসের দরকার। এ রকম অসভ্য লোকের সঙ্গে মেয়ের বিয়ে না দিয়ে কনের মা একদম ঠিক করেছেন। কুর্নিশ জানাই।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘অসভ্যতার জন্য উচিত শিক্ষা পেয়েছে। বরপক্ষ বলে কি মাথা কিনে নিয়েছে নাকি?’’

Advertisement
আরও পড়ুন