—প্রতীকী ছবি।
প্রেমিকাকে ‘বিয়ে বিয়ে খেলা’র কথা বলে টোপ দিয়েছিলেন। জানিয়েছিলেন তাঁরা ‘প্র্যাঙ্ক ওয়েডিং’ করবেন। কিন্তু প্রেমিকার অজান্তে তাঁকে ঠকিয়ে সত্যিই বিয়ে করে নিলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়। জানাজানি হতেই ওই যুবকের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন তাঁর প্রেমিকার পরিবার। পুরো বিষয়টিতে ইতিমধ্যেই হস্তক্ষেপ করেছে আদালত।
অস্ট্রেলিয়ার ‘ফেডারেল সার্কিট অ্যান্ড ফ্যামিলি কোর্ট’-এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ডেটিং অ্যাপের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় অভিযুক্ত যুবকের। শীঘ্রই তাঁদের বন্ধুত্ব গড়ায় প্রেমে। সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। এর পর ওই যুবক ‘প্র্যাঙ্ক’ বা মজা করার নামে প্রেমিকার অজান্তে তাঁকে সত্যি সত্যিই বিয়ে করে নেন। এর পর পুরো বিষয়টি প্রকাশ্যে এলে প্রেমিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন ওই তরুণী।
প্রতিবেদন অনুযায়ী, মেলবোর্নে বসবাসকারী ওই যুগল নিভৃতে ছুটি কাটাতে সিডনি যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সেখানে পৌঁছনোর পর ওই যুবক প্রেমিকাকে নকল বিয়ের প্রস্তাব দেন। জানান, পুরোটাই হবে একটি প্র্যাঙ্ক। আসল লক্ষ্য হল, নকল বিয়ের ভিডিয়ো করে ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়ানো। প্রেমিকের কথা বিশ্বাস করে নেন তরুণী। এর পর সাদা পোশাকে ‘নকল’ বিয়ে করেন দু’জন। এর পর প্রেমিকাকে ‘টুপি পরিয়ে’ তাঁর নথিও বদলে দেন অভিযুক্ত যুবক। বলেন, ‘‘আমি যে তোমার স্বামী, তা তোমার নথিতে লিখে দাও।’’
এর পর পুরো বিষয়টি যখন তরুণী বুঝতে পারেন, তখন তিনি বিবাহিতা। ভয় পেয়ে পারিবারিক আদালতে মামলা করেন তিনি। আদালত তাঁদের বিয়ে বাতিল করেছে। তরুণের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর।