Bizarre News

পরকীয়া করছেন স্বামী! গোয়েন্দা লাগালেন স্ত্রী, হাতেনাতে ধরলেন কেনাকাটার ধরন দেখে

ক্যাস জানিয়েছেন, ওই মহিলা এবং তাঁর স্বামী কুইন্সল্যান্ডে থাকতেন। কিন্তু পরিবারের সঙ্গে দেখা করার জন্য মহিলার স্বামী ঘন ঘন নিউ সাউথ ওয়েলসে যাতায়াত শুরু করেন। আর সেখানেই সন্দেহ আরও তীব্র হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৪:১৪

—প্রতীকী ছবি।

স্বামী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। ঠকাচ্ছেন তাঁকে। সুপারমার্কেটে কেনাকাটার পর মেলা পুরস্কারের সাহায্যে ধরে ফেললেন এক মহিলা! ওই মহিলা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা। ওই মহিলা কী ভাবে তাঁর স্বামীকে হাতেনাতে ধরলেন, সে কথা জানিয়েছেন ওই মহিলারই নিয়োগ করা এক গোয়েন্দা।

Advertisement

ক্যাস নামে ওই ‘প্রাইভেট ডিটেকটিভ’ জানিয়েছেন, স্বামীর উপর নজর রাখতে ওই মহিলা তাঁকে নিয়োগ করেছিলেন। কারণ, ওই মহিলা নাকি অনেক দিন ধরেই স্বামীর ব্যবহার নিয়ে সন্তুষ্ট ছিলেন না। সন্দেহ করছিলেন, স্বামী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। আর সেই কারণেই স্বামীর পিছনে গোয়েন্দা লাগানোর সিদ্ধান্ত।

ক্যাস জানিয়েছেন, ওই মহিলা এবং তাঁর স্বামী কুইন্সল্যান্ডে থাকতেন। কিন্তু পরিবারের সঙ্গে দেখা করার জন্য মহিলার স্বামী ঘন ঘন নিউ সাউথ ওয়েলসে যাতায়াত শুরু করেন। আর সেখানেই সন্দেহ আরও তীব্র হয়। ক্যাসের কথায়, ‘‘আমরা নিশ্চিত ছিলাম যে, আমার মক্কেলের স্বামী কিছু একটা করছেন। কিন্তু কিছুতেই হাতেনাতে ধরতে পারছিলাম না।’’

তবে অনেক ভেবেচিন্তে উপায় বার করেন ক্যাস। ওই মহিলাকে বলেন স্বামীর লেনদেন এবং কেনাকাটার দিকে নজর রাখতে। কোনও সুপারমার্কেট থেকে কিনলে ওই মহিলা এবং তাঁর স্বামীর নম্বরে পুরস্কার বা ‘রিওয়ার্ড’ পয়েন্ট ঢুকত। বিগত কয়েক মাসের রিওয়ার্ড পয়েন্ট দেখে ওই মহিলা বুঝতে পারেন, তাঁর স্বামী নিউ সাউথ ওয়েলস যাচ্ছেন না। বরং দিনের পর দিন কুইন্সল্যান্ডের পাশেরই একটি শহরে যাচ্ছেন। সেই শহরে একটি রকমারি দোকান এবং একটি যন্ত্রপাতির দোকান থেকে দেদার কেনাকাটাও করছেন। ঘটনাচক্রে ওই শহরেই মহিলার স্বামীর প্রাক্তন প্রেমিকা থাকতেন। এর পর এক বার পিছু নিয়ে স্বামীকে হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলা।

ক্যাসের উল্লিখিত সেই ঘটনায় সমাজমাধ্যমে হইচই পড়েছে। তাঁর গোয়েন্দাগিরির প্রশংসাও করেছেন অনেকে।

Advertisement
আরও পড়ুন