Viral Video

‘আগুনের বল’ নিয়ে খেলতে গিয়ে নিজেরই পশ্চাদ্দেশে আগুন ধরিয়ে বসলেন তরুণ! ভাইরাল ভিডিয়ো

বেশি সাহস দেখাতে গিয়ে এক তরুণ পায়ের বদলে পশ্চাদ্দেশ দিয়ে জ্বলন্ত বলে শট মারলেন। বল বলের মতো এগিয়ে গেলেও সেটির গায়ে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের ছোঁয়া রেখে গেল তরুণের পশ্চাদ্দেশে। জ্বলন্ত অবস্থাতেই তরুণ দিগ্‌বিদিক জ্ঞানশূন্য হয়ে এ দিক-ও দিক ছুটতে থাকেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১১:২৩

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

সাধারণ ফুটবল নিয়ে তো হামেশাই খেলা হয়। দুই তরুণের তাই ইচ্ছা হল অন্য রকম কিছু করার। ফুটবলে কেরোসিন ঢেলে আগুন জ্বালালেন তাঁরা। তার পর সেই জ্বলন্ত বল নিয়েই চলল খেলা। সব ঠিকঠাকই চলছিল। সমস্যা হল এর পরেই। বেশি সাহস দেখাতে গিয়ে এক তরুণ পায়ের বদলে পশ্চাদ্দেশ দিয়ে জ্বলন্ত বলটিতে শট মারেন। বল বলের মতো এগিয়ে গেলেও সেটির গায়ে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের ছোঁয়া রেখে গেল তরুণের পশ্চাদ্দেশে। জ্বলন্ত অবস্থাতেই তরুণ দিগ্‌বিদিক জ্ঞাণশূন্য হয়ে এ দিক-ও দিক ছুটতে থাকেন। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানা যায়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের অন্ধকারে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন দুই তরুণ। তাঁদের মাঝে রাখা একটি ফুটবল। দুই তরুণের মধ্যে এক জন একটি বোতল থেকে ফুটবলটির মধ্যে কেরোসিন তেল ঢাললেন। অপর জন পকেট থেকে লাইটার বার করে ফুটবলটিতে আগুন ধরালেন। শুরু হল ‘আগুনের বল’ নিয়ে খেলা। প্রথমে জ্বলন্ত ফুটবলটি নিয়ে পায়ের সাহায্যে পাস পাস খেলা হচ্ছিল। কিন্তু খেলা এর পর ঘুরে গেল। দুই তরুণের মধ্যে এক জন হঠাৎই পায়ের বদলে পশ্চাদ্দেশ দিয়ে জ্বলন্ত বলটিতে শট মারতে এগিয়ে গেলেন। বলটি পশ্চাদ্দেশ ছুঁতেই বিপাকে পড়লেন তরুণ। তরুণের পরে থাকা প্যান্টে বল থেকে আগুন ধরে গেল। জ্বলন্ত অবস্থাতেই তরুণ ছুটে যান পাঁচিলের দিকে। আগুন নেবানোর জন্য পাঁচিলের গায়ে জ্বলন্ত পশ্চাদ্দেশ ঘষতে লাগলেন তরুণ। কিন্তু তাতেও আগুনের তেজ কমল না। জ্বলন্ত পশ্চাদ্দেশ নিয়ে কী করবেন বুঝতে না পেরে মাথায় হাত দিয়ে দৌড়তে লাগেন তিনি। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘সুইচফুটবল’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ভিডিয়োটিতে প্রচুর লাইক ও কমেন্ট পড়েছে। এক লক্ষেরও বেশি মানুষ মজার সেই ভিডিয়োতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নেটাগরিকেরা নানা রকম মন্তব্য করে পোস্টটির মন্তব্যবাক্স ভরিয়ে তুলেছেন।

Advertisement
আরও পড়ুন