বাসে সফর শুরু করলেন উত্তরবঙ্গ পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। —নিজস্ব চিত্র।
পরিষেবা নিয়ে কখনও কানে আসে অভিযোগ, তিরস্কার। আবার কখনও আসে প্রশংসা। তার সত্য-মিথ্যা যাচাই করতে সাধারণ যাত্রীদের সঙ্গে মিশে বাসে সফর শুরু করলেন উত্তরবঙ্গ পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। কিছু ক্ষণের জন্য নয়, একেবারে রাতভর।
মঙ্গলবার কোচবিহার থেকে সন্ধ্যা ৭টা নাগাদ বহরমপুরগামী বাসে চাপেন পার্থ। পৌঁছোবেন বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ। তার পরে বহরমপুরের ডিপো পরিদর্শন করে বৈঠক করবেন সেখানকার আধিকারিক ও পরিচালন পরিষদের সদস্যদের সঙ্গে। বহরমপুর সদর অঞ্চলে উত্তরবঙ্গ পরিবহণ নিগম যে সমস্ত জমি রয়েছে তার কর সংক্রান্ত বিষয় নিয়ে পুরসভায় গিয়ে বৈঠক করবেন চেয়ারম্যানের সঙ্গে। এ ছাড়াও তাঁর পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বহরমপুরের একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।
যাত্রীদের সঙ্গে সফরের সিদ্ধান্ত প্রসঙ্গে পার্থ জানিয়েছেন, আগামী দিনে বিভিন্ন সময়ে বিভিন্ন রূটে যাত্রা করে অভিজ্ঞতা সঞ্চয় করবেন তিনি। তাঁর কথায়, ‘‘সাধারণ মানুষের জন্য পরিষেবা উন্নত করতে এবং যে সমস্ত সমস্যা ও অভিযোগ আসছে তার সমাধান করার জন্যই এই উদ্যোগ।’’