Viral Video

কুকুরের সঙ্গে ঘোড়ার ‘লড়াই’! এক লাথিতে ময়দান ছেড়ে ‘উড়ে’ গেল সারমেয়, ভাইরাল ভিডিয়ো

একটি ঘোড়ার উপর একটি কুকুর কোনও কারণ ছাড়াই চটে গিয়েছে। ঘোড়াটি ফাঁকা মাঠে দৌড়োচ্ছে। ঘোড়ার দিকে ভৌ ভৌ করতে করতে তেড়ে যাচ্ছে তার থেকে কয়েক গুণ ছোট একটি সারমেয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১২:০২
dog and horse

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

মাঠের মধ্যে টগবগ করে একটি ঘোড়া দৌড়ে বেড়াচ্ছে। মাঠের মধ্যে ঘোড়ার এই অবাধ বিচরণ পছন্দ হল না একটি কুকুরের। নিজের থেকে কয়েক গুণ বড় ঘোড়ার পিছনে ছুটে গেল কুকুরটি। দ্রুত গতিতে ঘোড়াটি দৌড়ে চললেও তার নজর ছিল সব দিকেই। কুকুরটি নাগালে আসতেই ঘোড়াটি আর অপেক্ষা করল না। পিছনের পা উঠিয়ে একটা লাথি মেরে ‘উড়িয়ে’ দিল কুকুরটিকে। কুকুরটিও নিজের ভুল বুঝতে পেরে কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে গেল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানা যায়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ঘোড়ার উপর একটি কুকুর কোনও কারণ ছাড়াই চটে গিয়েছে। ঘোড়াটি ফাঁকা মাঠে দৌড়োচ্ছে। ঘোড়ার দিকে তেড়ে যাচ্ছে তার থেকে অনেক ছোট একটি সারমেয়। ঘোড়াটি প্রথমে কুকুরটিকে বিশেষ কোনও পাত্তা দেয়নি। কিন্তু বাগে পেতেই সে বুঝিয়ে দিল তার পায়ের জোর কুকুরের গলার জোরের থেকে কতটা বেশি। কুকুরটি ঘোড়ার পিছনের পায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে ভৌ ভৌ করতেই ঘটল বিপদ। ঘোড়াটি নিখুঁত ভাবে পিছনের পা তুলে কুকুরটিকে কষিয়ে একটা লাথি মারল। কুকুরটি প্রায় উড়ে গিয়ে মাঠের মাঝ বরাবর পড়ল। তার পর কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে গেল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘নটি_ফ্লিক্স’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ভিডিয়োটিতে প্রচুর লাইক ও কমেন্ট পড়েছে। নেটাগরিকেরা নানা রকমের মজার মন্তব্য করে মন্তব্যবাক্স ভরিয়ে তুলেছেন। নেটাগরিকদের একাংশ কুকুরটিকে নির্বোধ বলে মনে করেছেন। বহু কুকুরপ্রেমী নেটাগরিক আবার কুকুরটির কতটা লেগেছে সেটা ভেবে দুঃখ প্রকাশ করেছেন।

Advertisement
আরও পড়ুন