Viral Video

প্ল্যাটফর্মে রিল বানাতে গিয়ে প্রৌঢ়ের সঙ্গে ধাক্কা ‘উড়ন্ত’ তরুণের, পড়লেন উল্টে! ভাইরাল ভিডিয়ো

তরুণ ডিগবাজি দিতেই ধাক্কা খেলেন পিছন থেকে হেঁটে আসা প্রৌঢ়ের সঙ্গে। সঙ্গে সঙ্গে মুখ থুবড়ে প্ল্যাটফর্মে পড়ে গেলেন তরুণ। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১১:৪৩
station

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

ইচ্ছা ছিল রেলস্টেশনে রিল বানানোর। ইচ্ছাপূরণ করতে গিয়ে হুঁশ ছিল না কোনও দিকে। ক্যামেরার দিকে পোজ় দিয়ে দাঁড়িয়ে যেই না ডিগবাজি দিতে যাবেন, তখনই ঘটল বিপদ! তরুণ ডিগবাজি দিতে গিয়ে ধাক্কা খেলেন পিছন থেকে হেঁটে আসা এক প্রৌঢ়ের সঙ্গে। সঙ্গে সঙ্গে মুখ থুবড়ে প্ল্যাটফর্মের উপর পড়ে গেলেন তরুণ। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ঘটেছে এবং কে বা কারা সেই ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানা যায়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রিল বানানোর জন্য রেললাইনের ধার ঘেঁষে প্ল্যাটফর্মের উপর পোজ় দিয়ে দাঁড়িয়ে রয়েছেন তরুণ। অপেক্ষা করছেন ক্যামেরা নিয়ে যিনি দাঁড়িয়ে রয়েছেন তাঁর তৈরি হওয়ার। তার পরেই পোজ় দিয়ে দাঁড়িয়ে থাকা তরুণ তাঁর ‘প্রতিভা’ দেখানোর চেষ্টা করেন। কিন্তু রিল তৈরি করার জায়গায় অন্য কেউ আসছেন কি না সেই দিকে বিশেষ হুঁশ ছিল না তাঁর। ক্যামেরাম্যান তৈরি হতেই তরুণ দু’পা শূন্যে তুলে ডিগবাজি দেওয়ার জন্য প্রস্তুত হলেন। তখনই ঘটল বিপদ। সেই মুহূর্তে প্ল্যাটফর্মে তরুণের পিছন থেকে হেঁটে আসছিলেন এক জন প্রৌঢ়। তরুণ যে হঠাৎ এই রকম কাণ্ড ঘটাবেন, প্রৌঢ় সেটা আশা করেননি। ডিগবাজি দিতে গিয়ে তরুণের মাথা সজোরে গিয়ে লাগল প্রৌঢ়ের মাথায়। ধাক্কা খেয়ে হকচকিয়ে গেলেন প্রৌঢ়। অন্য দিকে তরুণ মুখ থুবড়ে পড়লেন প্ল্যাটফর্মের উপর। কটমট চোখে প্ল্যাটফর্মে পড়ে থাকা তরুণের দিকে চেয়ে রইলেন প্রৌঢ়। তরুণ সেখান থেকে উঠে চুপচাপ অন্য দিকে হেঁটে চলে গেলেন। সেই রিলপ্রেমী তরুণের ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘সনু_কিং_ফ্লিপার’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ভিডিয়োটিতে ইতিমধ্যে প্রচুর লাইক ও কমেন্ট পড়েছে। রিলপ্রেমী তরুণের কাণ্ডে হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে। অনেক নেটাগরিক আবার প্ল্যাটফর্মে রিল বানানোর ঘটনার তীব্র নিন্দা করেছেন।

Advertisement
আরও পড়ুন