Mohammedan Sporting Club

আইএসএলে হারের হ্যাটট্রিক মহমেডানের, পঞ্জাবের কাছে হেরে আরও চাপ বাড়ল কোচের

আইএসএলে আবার হারল মহমেডান। শুক্রবার দিল্লিতে অ্যাওয়ে ম্যাচে পঞ্জাব এফসি-র কাছে ০-২ গোলে হারল তারা। আইএসএলে হারের হ্যাটট্রিক হয়ে গেল মহমেডানের।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ২১:২৯
football

মহমেডান বনাম পঞ্জাব ম্যাচের একটি মুহূর্ত। দিল্লিতে শুক্রবার। ছবি: সমাজমাধ্যম।

পঞ্জাব এফসি ২ (মাজসেন, মারজিয়াক)
মহমেডান ০

Advertisement

আইএসএলে আবার হারল মহমেডান। শুক্রবার দিল্লিতে অ্যাওয়ে ম্যাচে পঞ্জাব এফসি-র কাছে ০-২ গোলে হারল তারা। আইএসএলে হারের হ্যাটট্রিক হয়ে গেল মহমেডানের। ১০ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১২ নম্বরেই রয়ে গেল তারা। পঞ্জাব ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে উঠে এল তিন নম্বরে। এমনিতেই মহমেডান কোচ আন্দ্রে চের্নিশভের চাকরি থাকবে কি না তা নিয়ে জল্পনা রয়েছে। এই হার আরও চাপ বাড়াল তাঁর উপরে।

মহমেডানের পুরনো রোগ যে কবে সারবে তা কেউই বলতে পারছেন না। কোচের রণনীত দেখে বোঝাই গিয়েছে তাঁর কাছে কোনও দ্বিতীয় পরিকল্পনা নেই। হাতে ভাল ফুটবলার না থাকায় যাঁরা রয়েছেন তাঁদের নিয়েই খেলাতে হচ্ছে। তবে ভাগ্য তাতে কিছুতেই বদলাচ্ছে না। ফুটবলারেরা সেই একই ভুল করছেন যা তাঁরা আগের বেশির ভাগ ম্যাচে করেছেন।

দ্বিতীয়ার্ধে মহমেডানের ভেঙে পড়ার গল্প এই ম্যাচেও দেখা গিয়েছে। তবে পঞ্জাবের বিরুদ্ধে তাদের ভুগিয়েছে গোল নষ্ট করার প্রবণতা। নিজেরা যা সুযোগ পেয়েছিল তা ঠিকঠাক কাজে লাগাতে পারলে জয় না হোক, অন্তত ড্র করে ফিরতে পারত। তবে সামাদ আলি মল্লিক, ফ্রাঙ্কা, রেমসাঙ্গাদের ভুলের খেসারত দিয়ে ফিরতে হচ্ছে শূন্য হাতেই।

প্রথমার্ধে দুই দলই সহজ কিছু সুযোগ নষ্ট করেছে। লুকা মাজসেনের একটি শট লেগেছে পোস্টে। না হলে তখনই মহমেডান পিছিয়ে পড়ত। এ ছাড়া সামাদ, ফ্রাঙ্কা সহজ সুযোগ নষ্ট করেন। বেশির ভাগ সময়টাই খেলা হয়েছে মাঝমাঠে। দুটি দলই বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলার চেষ্টা করেছে। তবে আগ্রাসনে এগিয়ে ছিল পঞ্জাবই।

দ্বিতীয়ার্ধের দশ মিনিটের মধ্যে পঞ্জাবকে এগিয়ে দেন মাজসেন। ডান দিক থেকে ফিলিপ মারজিয়াকের শট পোস্টে লেগে ফেরার পর মহমেডানের ডিফেন্ডারেরা তা ক্লিয়ার করতে পারেননি। অমরজিৎ সিংহ কিয়ামের ভুলের সুযোগ নিয়ে জোরালো শটে গোল করেন মাজসেন। দ্বিতীয় গোল আট মিনিট পরেই। এ বার বক্সের বাইরে থেকে এজেকিয়েল ভিদালের পাসে বাঁ পায়ের শটে ভাস্কর রায়কে পরাস্ত করেন মারজিয়াক।

জোড়া গোলের পর একটি পেনাল্টির আবেদন করেছিল মহমেডান। তবে ফ্রাঙ্কাকে ফাউল করা হয়েছিল বক্সের ঠিক বাইরে। সেখান থেকে আলেক্সিস গোমেজ়ের শট অনেক উপর দিয়ে বেরিয়ে যায়। বাকি সময়ে মহমেডানের খেলার মধ্যে সেই তীক্ষ্ণতা দেখা যায়নি যার ফলে তারা দু’টি গোল শোধ করতে পারে।

Advertisement
আরও পড়ুন