Heroin

স্কুলের ব্যাগে হেরোইন! দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফে ‘ছাত্র’কে গ্রেফতার করল পুলিশ

পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম সইফুদ্দিন লস্কর। তাঁর বাড়ি ঘুটিয়ারি শরিফের মাকালতলায়। ঘুটিয়ারি শরিফ পুলিশ ফাঁড়ির ওসি সুকুমার রুইদাসের নেতৃত্বে পুলিশ বাহিনী ওই গ্রামে অভিযান চালায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ২২:১০
heroin

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্কুলের ব্যাগের ভিতর নিষিদ্ধ মাদক লুকিয়ে রাখার অভিযোগে এক তরুণকে গ্রেফতার করল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফের মাকালতলা গ্রামের ঘটনা। কী ভাবে হেরোইন পেলেন ওই তরুণ, কোথাও পাচারের ছক ছিল কি না, তদন্ত করে দেখছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম সইফুদ্দিন লস্কর। তাঁর বাড়ি ঘুটিয়ারি শরিফের মাকালতলায়। গোপন সূত্রে খবর পেয়ে ঘুটিয়ারি শরিফ পুলিশ ফাঁড়ির ওসি সুকুমার রুইদাসের নেতৃত্বে পুলিশ বাহিনী ওই গ্রামে অভিযান চালায়। সইফুদ্দিনের বাড়িতে ঢোকে পুলিশের একটি দল। প্রথমে কোথাও কিছু উদ্ধার হয়নি।

শেষে একটি স্কুল ব্যাগে নজর পড়ে পুলিশের। সেটি খুলতেই পাওয়া যায় ২৮৪ গ্রাম হেরোইন। তা ছাড়া নগদ ৩,৯৫০ টাকা এবং দুটি দামি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। কোথা থেকে ওই মাদক পেয়েছেন, তার সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত। তদন্তের স্বার্থে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে। তাঁর সঙ্গে হেরোইন-কাণ্ডে আরও কেউ জড়িত কি না, খোঁজ চালাচ্ছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন