যশপ্রীত বুমরা। — ফাইল চিত্র।
শুক্রবার থেকে অ্যাডিলেডে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট। প্রথম দিনের শেষে ব্যাটিং ব্যর্থতায় ভারত বেশ চাপে ভারত। তবে যশপ্রীত বুমরার জুতো নজর এড়ায়নি সমর্থকদের। সেই জুতোয় লেখা একটি বিশেষ শব্দের অর্থ জানতে উৎসুক সমর্থকেরা।
বুমরার জুতোয় এ দিন লেখা ছিল ‘জেবি৯৩’। সেই শব্দের অর্থ কী তা জানতে কৌতুহল তৈরি হয় সমর্থকদের মধ্যে। তবে বুমরা নিজেই সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, “আমি ১৯৯৩ সালে জন্মেছি। সেটাই লেখা রয়েছে।”
বুমরা জানিয়েছেন, ভারতীয় দলে অভিষেকের আগে তিনি ১২ নম্বর জার্সি চেয়েছিলেন। তা পাননি। সে কারণেই তিনি ৯৩ নম্বর জার্সি বেছে নিয়েছিলেন। এখনও সেটা পরেই খেলেন। ‘জেবি’ হল বুমরা ইংরেজি নামের আদ্যক্ষর।
ভারতীয় পেসার আরও বলেছেন, “আমি দলে আসার সময় ১২ নম্বর চেয়েছিলাম। তখন যুবরাজ সিংহ ওই সংখ্যার জার্সি পরত। তাই পাইনি। আমার থেকে অনেক বড় ছিল বলে সেই সংখ্যা কেড়ে নিতে চাইনি। তাই ৯৩ সংখ্যাটা বেছে নিয়েছি।”
শুক্রবার প্রথম দিন অস্ট্রেলিয়ার ইনিংসে একমাত্র উইকেটটি নিয়েছেন বুমরাই। তবে ভারতীয় দল যে খুব ভাল জায়গায় রয়েছে তা বলা যাবে না। ভারতের ১৮০ রানের জবাবে অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ৮৬ রান তুলে ফেলেছে। হাতে ৯ উইকেট।