দামি ‘ডগ ফুড’ কিনতে পারছেন না? ঘরে তৈরি খাবারই খাওয়ান পোষ্যকে, সহজে কী কী বানিয়ে দেবেন?
দামি ‘ডগ ফুড’ কেনার সামর্থ্য নেই অনেকেরই। আবার আপনি যা রোজ খাচ্ছেন, তা-ও দিতে পারবেন না পোষ্যকে। তা হলে আদরের পোষ্যকে কী খাওয়াবেন। সহজে বানানো যায় ও সাধ্যের মধ্যে কী কী খাওয়ানো যেতে পারে জেনে নিন।