Celeb Moms

পেশা-পরিবারের দায়িত্বের মাঝেও সন্তানদের বড় করেন তারকা মায়েরা, কী ভাবে সামলান সব?

বিশ্বের চোখে তাঁরা তারকা। তবে ব্যক্তিগত জীবনে তাঁরা মা-ও। কী ভাবে পেশাগত জীবন ও পারিবারিক জীবনে ভারসাম্য রেখে সন্তানদের বড় করছেন, জানালেন ঐশ্বর্যা, করিশ্মা, করিনারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ মে ২০২৪ ১৭:০৩
০১ ১৮
Celebrity parents to take parenting advices from

ঘর থেকে বাইরে বেরোলেই ক্যামেরার ফ্ল্যাশ, ফোটোশিকারিদের পোজ় দেওয়ার আবদার। পেশাগত জীবনে ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম। তার মধ্যেই শরীর সুস্থ রাখা ও গ্ল্যামার ধরে রাখার দায়িত্ব। কারণ তাঁরা যে তারকা।

০২ ১৮
Celebrity parents to take parenting advices from

চলচ্চিত্রের পর্দার মনভোলানো নায়িকারা কিন্তু সন্তানের মা-ও। কাজের ব্যস্ততা, সর্ব ক্ষণ ফোটোশিকারিদের নজর এড়িয়ে ঘরের কোণে আর পাঁচ জন মায়ের মতো তাঁরাও তাঁদের সন্তানদের বড় করতে, ভাল করে মানুষ করার লক্ষ্যে, নীরবে দায়িত্ব পালন করে চলেছেন।

০৩ ১৮
Celebrity parents to take parenting advices from

কী ভাবে লালনপালন করেছেন সন্তানদের, কী ভাবেই বা করে চলেছেন সে কাজ, জেনে নিন বলিউডের তারকা মায়েদের থেকেই।

Advertisement
০৪ ১৮
Celebrity parents to take parenting advices from

মেয়ের সুস্বাস্থ্যের পাশাপাশি তার খুশির খেয়াল সব সময়ে রেখেছেন ঐশ্বর্যা রাই বচ্চন। বোঝাতে চেয়েছেন ঈশ্বরের মাহাত্ম্য।

০৫ ১৮
Celebrity parents to take parenting advices from

মেয়েকে শিখিয়েছেন নিজের কাজের মূল্যায়ণ করতে। তৈরি করেছেন ভাল-খারাপের বোধ। আর পাঁচজন মায়ের মতো তিনিও চান তাঁর সন্তান সুস্থ ভাবে, নিরাপদ ভাবে বেড়ে উঠুক।

Advertisement
০৬ ১৮
Celebrity parents to take parenting advices from

অভিনেত্রী মালাইকা অরোরা মনে করেন, প্রবল কাজের চাপের মধ্যেও এক জন মায়ের নিজের প্রতি যত্নটা খুব জরুরি।

০৭ ১৮
Celebrity parents to take parenting advices from

নিজে না ভাল থাকলে পরিবারের সুখ-সুবিধের খেয়াল রাখা কষ্টকর। নিজে ভাল থাকলে, তবেই পরিবারকে ভাল রাখা যায় বলেই মনে করেন মালাইকা।

Advertisement
০৮ ১৮
Celebrity parents to take parenting advices from

সন্তানের পাশাপাশি জীবনসঙ্গীর সঙ্গেও সম্পর্কটা শক্তপোক্ত থাকা জরুরি বলে মনে করেন সমীরা রেড্ডি।

০৯ ১৮
Celebrity parents to take parenting advices from

সন্তানের বড় হওয়া, জীবনের ছোট ছোট বদলগুলি একসঙ্গে উপভোগ করলে সম্পর্ক আরও মজবুত হয় বলেই মত সমীরার।

১০ ১৮
Celebrity parents to take parenting advices from

সুজান খান তাঁর সন্তানদের সমতার পাঠ দিয়ে বড় করেছেন। সব শিশুই সমান, বুঝিয়েছেন তাদের। তারা যাতে নিজেদের ইচ্ছা মতো জীবনে এগিয়ে যেতে পারে, সে ব্যাপারে স্বাধীনতাও দিয়েছেন।

১১ ১৮
Celebrity parents to take parenting advices from

জীবনের ওঠাপড়ায় সুজান সব সময়ে সন্তানদের সঙ্গেই আছেন, বুঝিয়ে দিয়েছেন। দিয়েছেন বেড়ে ওঠার ক্ষেত্রে স্বাধীনতাও।

১২ ১৮
Celebrity parents to take parenting advices from

সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে জোর দিয়েছেন মীরা রাজপুত। তাঁর কথায়, ‘মাতৃত্বে শান্ত থাকতে হবে’। দেখতে হবে সন্তানের বেড়ে ওঠা যেন আনন্দপূর্ণ হয় সন্তান ও মা দু’জনের জন্যই।

১৩ ১৮
Celebrity parents to take parenting advices from

সন্তান হওয়ার পর অনেক মা যে হতাশার শিকার হন, সে বিষয়ে স্পষ্ট নেহা ধুপিয়া। এ রকম পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যের উপর জোর দিয়েছেন অভিনেত্রী।

১৪ ১৮
Celebrity parents to take parenting advices from

মাতৃত্বের শুরুর দিকে মানসিক চাপ বশে রাখাটা খুব জরুরি বলে মনে করেন করিশ্মা কপূর। কারণ, তখন একসঙ্গে এত দিক সামলাতে হয়, মেজাজ নিয়ন্ত্রণে থাকে না।

১৫ ১৮
Celebrity parents to take parenting advices from

করিশ্মা সদ্য হওয়া মায়েদের মানসিক স্বাস্থ্যের দিকে জোর দেওয়াটা জরুরি বলেই মনে করছেন।

১৬ ১৮
Celebrity parents to take parenting advices from

টুইঙ্কল খন্না সন্তানদের সহনশীলতার পাঠ দিয়ে বড় করছেন। তিনি চান ভাল-মন্দ বুঝতে ও নিজের পাওয়া, না-পাওয়া মেনে নিতে শিখুক শিশুরা।

১৭ ১৮
Celebrity parents to take parenting advices from

সন্তানের প্রতি নিঃশর্ত ভালবাসা ও খোলামেলা ভাবে মেলামেশায় গুরুত্ব দেন টুইঙ্কল।

১৮ ১৮
Celebrity parents to take parenting advices from

মা হলেও পেশাগত জীবন জরুরি বলেই মনে করেন করিনা কপূর। পেশাগত জীবন ও মাতৃত্ব, দু’দিকেই ভারসাম্য বজায় রাখায় বিশ্বাসী তিনি।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি