Childs Wardrobe

খুদের জন্য আলমারি গোছাবেন, কী ভাবে জিনিসপত্র রাখলে হাতের কাছে পেতে সুবিধা হবে?

খুদের পোশাক, জিনিসপত্র গোছানো ঝক্কি বলে মনে হয়? কী ভাবে সাজিয়ে রাখলে চট করে হাতের কাছে পাওয়া যাবে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৬:২৯
খুদের আলমারি কী ভাবে সাজাবেন?

খুদের আলমারি কী ভাবে সাজাবেন? ছবি: ফ্রিপিক।

খুদের আদর-আবদার রাখতে বড়রা নানা রকম উপহার দিয়েই থাকেন। এই ভাবেই শুধু খেলনা নয়, জমে যায় রকমারি পোশাকও। তাই বাড়ির ছোট্ট সদস্যের জন্য আলমারি গোছানো মোটেই মুখের কথা নয়। তবে সেই কাজটি করতে হয় মূলত মাকেই।

Advertisement

খুদের জিনিসপত্র গোছানোর আগে কোন কোন বিষয় মাথায় রাখবেন?

বাছাই: শিশুরা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। ফলে দেখা যায় পোশাক, সোয়েটার এক বছরেই ছোট হয়ে গেল। আলমারি গোছানোর আগে প্রথমেই দেখে নিন, কোনগুলি আর শিশুকে পরানো যাবে না। প্রথমেই সেগুলি সরিয়ে ফেলুন। প্রয়োজন রয়েছে, এমন কাউকে সেগুলি দিয়ে দেওয়া যায়। বেছে নিন, কোন জামা চলতি বছরেই শুধু আপনার সন্তান পরতে পারবে, তার পর ছোট হয়ে যাবে। সেই সব পোশাক হাতের কাছে রাখুন।

হ্যাঙ্গার: শিশুদের পোশাকের বাহার কিন্তু মোটেই কম নয়। ভাল পোশাকগুলি আলমারির একটি অংশে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে পারেন। তা হলে উৎসব-অনুষ্ঠানে যাওয়ার আগে খুদের পোশাক খুঁজতে অসুবিধা হবে না।

তাক: সুযোগ থাকলে আলমারির মধ্যে প্রয়োজন অনুযায়ী তাক কমিয়ে-বাড়িয়ে নিতে পারেন। এতে পোশাক গুছিয়ে রাখতে সুবিধা হবে। মরসুম অনুযায়ী পোশাক বেছে নিয়ে যেগুলি লাগছে না, সেগুলি ভিতরের দিকে রেখে দিন। জামা-প্যান্টের সেট একসঙ্গে রাখলেও সুবিধা হবে। দেরাজ না থাকলে, তাকেই খুদের মোজা, টুপি, ছোটখাটো জিনিসপত্র ছোট বাক্সে ভরে সাজিয়ে রাখতে পারেন।

ব্যাগ: খুদেরা বেশি দিন একই খেলনা নিয়ে খেলতে পছন্দ করে না। যে খেলনাগুলি সে আর নিতে চাইছে না, সেগুলি সরিয়ে ফেলুন। ব্যাগে ভরে আলমারির কোনও অংশে বা ঘরের কোথাও সরিয়ে রাখুন।

ট্রলিতে ভরে নিন: গরমের সময়ে শীতের পোশাক দরকার হয় না। আবার শীতে গরমের হালকা পোশাক নিষ্প্রয়োজন। প্রতি বাড়িতেই ট্রলি বা বড় ব্যাগ থাকে, যেগুলি বেড়াতে যাওয়ার সময় ছাড়া কাজে লাগে না। সেগুলির মধ্যেই মরসুম অনুযায়ী যে পোশাকগুলি দরকার হচ্ছে না, সেই সব ভরে সরিয়ে রাখুন। এতে আলমারি ফাঁকা থাকবে, কাজের সুবিধাও হবে।

দেরাজ: আলমারির মধ্যে দেরাজের ব্যবস্থা থাকলে জিনিসপত্র রাখার সুবিধা হবে। মোজা, জুতো, টুপি, এমনকি খুদের সাজগোজের জিনিসপত্র, হেয়ার ব্যান্ড, ক্লিপ ইত্যাদি সেখানে আলাদা ভাবে সাজিয়ে রাখলে খুঁজে পেতে সুবিধা হবে।

Advertisement
আরও পড়ুন