‘বহুরূপী’র হিন্দি রূপান্তর আনছেন ফারহান আখতার? ছবি: ফেসবুক।
‘বহুরূপী’ বাংলা ছাড়িয়ে বলিউডে! ছবির ১০০তম দিনে জোর গুঞ্জন টলিউডে। শোনা যাচ্ছে, ছবিটি নাকি ওয়েব সিরিজ় এবং বড় পর্দা— দু’ভাবেই বানানোর প্রস্তাব দেওয়া হয়েছে পরিচালক জুটি নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। এ-ও শোনা গিয়েছে, প্রথম সারির একটি হিন্দি চ্যানেল ‘বহুরূপী’কে ওয়েব সিরিজ়ে রূপ দিতে আগ্রহী। চ্যানেল কর্তৃপক্ষের তরফে সরাসরি যোগাযোগ করা হয়েছিল পরিচালক জুটির সঙ্গে। তখনই নাকি তিনি জানান, বলিউডের প্রথম সারির এক প্রযোজক-পরিচালক ছবিটির হিন্দি রূপান্তর করতে চলেছেন। তাঁর সঙ্গে নাকি প্রাথমিক কথাও হয়েছে। এখানেই শেষ নয়, জানা গিয়েছে, চলতি সপ্তাহের শেষে বলিউডে বাংলা ছবিটির বিশেষ প্রদর্শন হবে। তার আয়োজন করেছেন বলিউডের প্রথম সারির সেই প্রযোজক-পরিচালক।
এ বার প্রশ্ন, কে সেই প্রযোজক-পরিচালক যিনি হিন্দিতে ‘বহুরূপী’ বানাতে আগ্রহী?
এ প্রসঙ্গে উঠে এসেছে ফারহান আখতারের নাম। তিনিই নাকি হিন্দি বলয়ের বাছাই করা কিছু ব্যক্তিত্বকে ওই বিশেষ প্রদর্শনে আমন্ত্রণ জানাতে চলেছেন। কলকাতা থেকে যোগ দেবেন নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়, জিনিয়া সেন এবং অন্যরা। তার পরেই হয়তো বিষয়টি এগোবে। এমনই কি কিছু ঘটতে চলেছে? জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল জিনিয়ার সঙ্গে। তিনি ফারহান আখতার তথ্য উড়িয়ে দিয়েছেন। বলেছেন, “বহুরূপী’কে সিরিজ়ে রূপ দেওয়ার কোনও প্রস্তাব আসেনি। একই ভাবে ছবিটির হিন্দি রূপান্তর বা তাতে ফারহান আখতার-যোগও সত্যি নয়। তবে বলিউডে খুব শিগগিরি ছবির বিশেষ প্রদর্শন হতে চলেছে।”
পুজোয় মুক্তি পাওয়া ‘বহুরূপী’ ইতিমধ্যেই টলিউডে নতুন দিশা দেখিয়েছে। এখনও বিনোদনধর্মী ছবিই যে বক্সঅফিসে শেষ কথা বলে— প্রমাণ করেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়-কৌশানী মুখোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়-ঋতাভরী চক্রবর্তী অভিনীত ছবিটি। ছবির গান থেকে সংলাপ— সাধারণের মুখেমুখে ফিরছে। এখনও অনেক প্রেক্ষাগৃহের বাইরে ‘হাউসফুল’ বোর্ড ঝুলতে দেখা যাচ্ছে। প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, মাল্টিপ্লেক্সে সর্বোচ্চ আয় করেছে ‘বহুরূপী’। ১০০ দিনের মোট আয় ১৭.৯৫ কোটি টাকা।