Research Assistant jobs

কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের কলকাতা শাখায় কর্মী প্রয়োজন, জানতে হবে পাইথন প্রোগ্রামিং

চুক্তির ভিত্তিতে অনূর্ধ্ব ৩০ বছর বয়সিদের নিয়োগ করা হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৩২,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৩:২৪
National Institute of Technical Teachers’ Training and Research, Kolkata.

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ, কলকাতা। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ, কলকাতায় রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন। ওই পদে এক জনকে নিয়োগ করা হবে। ওই কাজের জন্য অনূর্ধ্ব ৩০ বছর বয়সি প্রার্থীদের কাছে আবেদন চাওয়া হয়েছে।

Advertisement

সংশ্লিষ্ট কাজের জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে বেছে নেওয়া হবে। উল্লিখিত বিষয়ে স্নাতকেরাও আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে ন্যাচরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইঞ্জিনিয়ার হিসাবে কাজের অভিজ্ঞতা এবং পাইথন প্রোগ্রামিংয়ে দক্ষ হতে হবে।

নিযুক্তের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৩২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। আবেদনকারীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। চুক্তির মেয়াদ ১৩ জুলাই, ২০২৫। আবেদনের প্রক্রিয়া অনলাইনেই সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে দেওয়া ফর্ম পূরণ করে আবেদন জানাতে পারবেন। এই ফর্মটি পূরণ করে ২০ জানুয়ারির আগে ডাকযোগে পাঠাতে হবে। আগ্রহীরা এই বিষয়ে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন