হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন লিপগ্লস। ছবি: ফ্রিপিক।
শীতের মরসুম এলেই শুধু ত্বক নয়, শুষ্ক হয়ে পড়ে ঠোঁট। ফাটতে শুরু করে। কারও আবার বার বার জিভ দিয়ে ঠোঁট চাটা, ধূমপানের অভ্যাস থাকে। তাঁদের সমস্যা হয় আরও বেশি। সাজগোজের পর ফাটা ঠোঁটের উপর যতই লিপস্টিক বোলান না কেন, অসমৃণ ওষ্ঠ পুরোপুরি ঢাকা যায় না।
ঠোঁটের যত্নে নিয়মিত পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতেই পারেন। তবে যদি ঠোঁট রাঙাতে চান, শীতের দিনগুলিতে বেছে নিতে পারেন লিপগ্লস। বাজারচলতি লিপগ্লস পাওয়া যায় ঠিকই, কিন্তু তাতে রাসায়নিক থাকে অনেক সময়ই। তার বদলে বাড়িতেই ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলতে পারেন লিপগ্লস। এতে থাকা উপাদানের গুণে কোমল এবং মসৃণ থাকবে ঠোঁট, দেখতে লাগবে সুন্দর।
উপকরণ
১ টেবিল চামচ পেট্রোলিয়াম জেলি
২-৩ ফোঁটা এসেনশিয়াল অয়েল
আধ চামচ বেদানার রস
পদ্ধতি: পেট্রোলিয়াম জেলির মধ্যে পছন্দের এসেনশিয়াল অয়েল ভাল করে মিশিয়ে নিন। তার পর পুরনো কোনও লিপগ্লসের শিশি ধুয়ে তাতে ভরে রাখুন। তুলির সাহায্যে ঠোঁটে ব্যবহার করুন।
উপকরণ
১ টেবিল চামচ কোকো পাউডার
১ টেবিল চামচ নারকেল তেল
২-৩ ফোঁটা এসেনশিয়াল অয়েল
পদ্ধতি: সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে নিন। তার পর লিপস্টিক লাগানোর ব্রাশের সাহায্যে তা ঠোঁটে লাগিয়ে নিন। অনেকেই চান না, ঠোঁট বেশি চকচক করুক। তাঁরা এই পদ্ধতিতে তৈরি লিপগ্লস ব্যবহার করতে পারেন।
উপকরণ
১ টেবিল চামচ পেট্রোলিয়াম জেলি, সামান্য একটু গ্লিটার
রং চাইলে ব্যবহার করতে পারেন সামান্য স্ট্রবেরি বা বিটের রস।
পদ্ধতি: সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে নিতে হবে।
ঠোঁটে বাড়তি জেল্লা চাইলে এই পদ্ধতিতে গ্লস বানিয়ে নিতে পারেন।