Bengaluru Murder

‘বৌকে মেরে সুটকেসে ভরে এসেছি’! প্রতিবেশীকে ফোন বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মীর

বেঙ্গালুরুর ফ্ল্যাটে স্ত্রীকে খুন করে সুটকেসে তাঁর দেহ ভরে পালিয়ে গিয়েছিলেন যুবক। বাইরে থেকে প্রতিবেশীকে ফোন করে খুনের কথা স্বীকার করেন তিনি। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ০৯:৪৪
Man arrested for murdering wife and stuffing her body in suitcase in Bengaluru

বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মীর বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ। ছবি: এক্স।

স্ত্রীকে খুন করে সুটকেসে তাঁর দেহ ভরে বাড়ি থেকে পালালেন বেঙ্গালুরুর এক তথ্যপ্রযুক্তি কর্মী। বাইরে থেকে এক প্রতিবেশীকে ফোন করে খুনের কথা জানিয়েছেন তিনি। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুণে থেকে। কেন স্ত্রীকে তিনি খুন করলেন, এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, রাকেশ রাজেন্দ্র খেদেকার এবং গৌরী সামব্রে মহারাষ্ট্রের বাসিন্দা। বছর দুয়েক আগে তাঁদের বিয়ে হয়েছিল। সম্প্রতি কাজের সূত্রে স্ত্রীকে নিয়ে বেঙ্গালুরু চলে আসেন রাকেশ। সেখানে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার স্ত্রীকে খুন করেন রাকেশ। ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ করে সে দিনই পালিয়ে যান। কিছু দূর যাওয়ার পর তিনি ওই আবাসনের অন্য এক বাসিন্দাকে ফোন করে খুনের কথা জানান। স্ত্রীকে খুন করেছেন বলে পড়শির কাছে স্বীকারও করে নিয়েছিলেন যুবক।

প্রতিবেশী এই ফোনের কথা আবাসনের মালিককে জানান। খবর দেওয়া হয় পুলিশকে। দরজা ভেঙে ওই ফ্ল্যাটে ঢুকে পুলিশ দেখে, শৌচাগারে একটি সুটকেসের ভিতর তরুণীর দেহ রাখা আছে। তাঁর ঘাড় এবং পেটে আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়াও সারা দেহে ছোটবড় নানা ক্ষত ছিল বলে জানিয়েছে পুলিশ। দেহটি উদ্ধার করে তারা ময়নাতদন্তের জন্য পাঠায়।

বেঙ্গালুরু পুলিশের ডিসি (দক্ষিণ-পূর্ব) সারা ফতিমা বলেন, ‘‘রাকেশ এবং গৌরীর বিয়ে হয় দু’বছর আগে। কাজের সূত্রে গত মাসে মহারাষ্ট্র থেকে তাঁরা বেঙ্গালুরুতে আসেন। রাকেশ আইটি প্রজেক্ট ম্যানেজার হিসাবে কাজ করতেন। গৌরী ঘর সামলাতেন, তবে তিনিও চাকরি খুঁজছিলেন বলে আমরা জানতে পেরেছি। খুনের পর রাকেশ পালিয়ে গিয়েছিলেন। কিন্তু আমরা তাঁকে গ্রেফতার করেছি। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। খুনের কারণ জানার চেষ্টা চলছে।’’

রাকেশের ফোনের রেকর্ড খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পারেন, তিনি পুণেতে রয়েছেন। সেখানকার পুলিশকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়। আপাতত রাকেশ পুণে পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করবে বেঙ্গালুরু পুলিশ।

Advertisement
আরও পড়ুন