হার্দিক পাণ্ড্য। ছবি: বিসিসিআই।
ঘরের মাঠে প্রথম ম্যাচ। এ বারের আইপিএলে প্রথম জয়। তৃতীয় ম্যাচে সাফল্য পেয়ে খুশি মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্য। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৮ উইকেটে জয়কে দলগত সাফল্য হিসাবে চিহ্নিত করলেন তিনি।
ম্যাচের পর সতীর্থদের কথাই শোনা গেল মুম্বই অধিনায়কের মুখে। হার্দিক জানালেন কেন গত বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে অশ্বনী কুমারকে খেলিয়েছেন তাঁরা। তিনি বলেন, ‘‘একটা অনুশীলন ম্যাচে অশ্বনী বেশ ভাল বল করেছিল। ওর বলে ছোট ছোট সুইং আছে। তা ছাড়া ও বাঁহাতি জোরে বোলার। বল করার ধরনটাও একটু অন্য রকম। পিচ দেখে মনে হয়েছিল এখানে অশ্বনী কার্যকর হতে পারে। তাই ওকে খেলানোর কথা ভাবা হয়। তবে মুম্বইয়ের স্কাউটদের (যাঁরা সারা দেশ ঘুরে নতুন প্রতিভা খোঁজেন দলের জন্য) কৃতিত্ব দেব। তাঁরা বিভিন্ন জায়গায় ঘুরে প্রতিভাবান ক্রিকেটারদের চিহ্নিত করেন আমাদের দলের জন্য। তাঁরাই অশ্বনীকে খুঁজে নিয়ে এসেছেন। ও যে ভাবে আন্দ্রে রাসেলকে আউট করল, সেটা সত্যিই প্রশংসনীয়। তার আগে কুইন্টন ডি’ককের ক্যাচটাও খুব ভাল ধরেছিল।’’
কলকাতার বিরুদ্ধে জয় তৃপ্তি দিচ্ছে হার্দিককে। তিনি বলেছেন, ‘‘দলের সকলের কিছু না কিছু অবদান রয়েছে। সম্মিলিত প্রচেষ্টাতেই এমন জয় এসেছে। কেউ বল হাতে, কেউ ব্যাট হাতে আবার কেউ ফিল্ডিংয়ে অবদান রেখেছে। আমরা চেষ্টা করি সব সময় ক্রিকেটারদের পাশে থাকতে। একটা কোনও ম্যাচ কারও খারাপ যেতে পারে।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমাদের দলে অভিজ্ঞতা এবং তারুণ্যের দারুণ ভারসাম্য রয়েছে। আমাকে তাই খুব একা ভাবতে হয় না। এখন প্রতিযোগিতার শুরু দিকে। আমরা জরুরি ছন্দটা পেয়ে গেলাম। এই জয়ে সকলেরই কিছু না কিছু অবদান থাকল। এটাই সবচেয়ে ভাল দিক।’’
আগামী ম্যাচগুলিতে ছন্দ ধরে রাখাই প্রধান লক্ষ্য হার্দিকের। দলের সকলে নিজেদের দায়িত্ব ঠিক ভাবে পালন করায় খুশি মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক।