হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। সংগৃহীত ছবি।
ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়াকে ‘স্পর্শকাতর সামরিক প্রযুক্তি এবং সরঞ্জাম’ সরবরাহ করেছে ভারত। আর তা করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড’ (হ্যাল)। আমেরিকার সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।
যদিও ওই প্রতিবেদন প্রকাশের পরেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের তরফে এর বিবৃতিতে বলা হয়েছে, ‘‘কৌশলগত বাণিজ্য নিয়ন্ত্রণ এবং ‘শেষ-ব্যবহারকারী প্রতিশ্রুতি’ (যুদ্ধাস্ত্র এবং সরঞ্জামের ক্ষেত্রে ‘এন্ড ইউজ়ার সমঝোতা’) সম্পর্কিত সমস্ত আন্তর্জাতিক বাধ্যবাধকতা হ্যাল মেনে চলে। সংবাদ সংস্থা এএনআই প্রকাশিত রিপোর্ট জানাচ্ছে, বিদেশ মন্ত্রকের তরফে অভিযোগ করা হয়েছে, ‘রাজনৈতিক উদ্দেশ্যে’ মনগড়া ওই প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস।
২০২২ সালে রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর পর থেকেই রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা-সহ পশ্চিমের দেশগুলি। সেই প্রচেষ্টার অংশ হিসাবে নয়াদিল্লিকেও তারা ক্রমাগত চাপ দিয়েছে। যদিও নয়াদিল্লি সেই চাপ অগ্রাহ্য করে একের পর এক চুক্তি করেছে মস্কোর সঙ্গে। তার মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত একাধিক চুক্তিও। এই পরিস্থিতিতে এর আগে রাশিয়ায় বৈদ্যুতিন সরঞ্জাম ও যন্ত্রাংশ সরবরাহের দায়ে কয়েকটি ভারতীয় সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে ওয়াশিংটন।
বস্তুত, আমেরিকার চোখরাঙানিকে অগ্রাহ্য করে যুদ্ধ পরিস্থিতিতেও রাশিয়ার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ক্রমশ বাড়ছে। বিশেষত ভ্লাদিমির পুতিনের দেশ থেকে বিপুল তেল আমদানি করা হয়েছে। যা নিয়ে প্রকাশ্যে আপত্তি জানিয়েছে আমেরিকা। ক্ষেপণাস্ত্র বা প্রতিরক্ষামূলক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব, এমন যন্ত্রাংশ বা প্রযুক্তি অথবা সরঞ্জাম রাশিয়াকে সরবরাহ করার ‘পরিণাম’ সম্পর্কেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে নয়াদিল্লিকে।