Crime

বালিকার নগ্ন দেহ উদ্ধার উত্তরপ্রদেশ, যৌনাঙ্গে ক্ষতচিহ্ন, ধর্ষণ বলে সন্দেহ পুলিশের

আট বছরের বালিকার নগ্ন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তরপ্রদেশে। ধর্ষণ করে ওই বালিকাকে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ ২২:৪৬
বালিকার

বালিকার প্রতীকী ছবি।

৮ বছরের বালিকার নগ্ন দেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বাঁধল উত্তরপ্রদেশে। বৃহস্পতিবার ভাদোহি এলাকায় এক বালিকার দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর যৌনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। ধর্ষণ করা হয়েছে বলে অনুমান পুলিশের।

Advertisement

বুধবার সন্ধ্যায় প্রতিবেশীর বিয়েতে গিয়েছিল ওই বালিকা। তার পর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার বালিকার বাড়ির কিছু দূরেই রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার অনিল কুমার জানিয়েছেন, খুনের আগে বালিকাকে ধর্ষণ করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা রুজু করা হয়েছে। কে বা কারা এই ঘটনায় যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হননি।

Advertisement
আরও পড়ুন