Brihanmumbai Municipal Corporation

মহারাষ্ট্রেও এ বার ‘ইন্ডিয়া’ ভাঙল! বৃহন্মুম্বই পুরভোটে আলাদা লড়ার ঘোষণা করে দিল উদ্ধবসেনা

মুম্বইয়ের পাশাপাশি নাগপুর, ঠাণে পুরসভা এবং পঞ্চায়েত স্তরের আসন্ন নির্বাচনগুলিতেও উদ্ধবসেনা একক ভাবে লড়াই করবে বলে জানিয়েছেন, দলের মুখপাত্র তথা রাজ্যসভা সাংসদ সঞ্জয় রাউত।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৭:১২
বাঁ দিকে সঞ্জয় রাউত, ডান দিকে উদ্ধব ঠাকরে।

বাঁ দিকে সঞ্জয় রাউত, ডান দিকে উদ্ধব ঠাকরে। —ফাইল চিত্র।

হরিয়ানা এবং দিল্লির বিধানসভা ভোটের পর এ বার বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’য় ভাঙন বৃহন্মুম্বই পুরসভার (বিএমসি) ভোটে। প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি) শনিবার জানিয়েছে, দেশের বৃহত্তম পুরসভার ভোটে তারা একক শক্তিতে লড়বে।

Advertisement

শুধু তা-ই নয়, নাগপুর, ঠাণে পুরসভা এবং পঞ্চায়েত স্তরের আসন্ন নির্বাচনগুলিতেও উদ্ধবসেনা একক ভাবে লড়াই করবে বলে জানিয়েছেন, দলের মুখপাত্র তথা রাজ্যসভা সাংসদ সঞ্জয় রাউত। গত বছর লোকসভা এবং বিধানসভা ভোটে ‘মহাবিকাশ আঘাড়ী’র অন্য দুই সহযোগী কংগ্রেস এবং শরদ পওয়ারের এনসিপির সঙ্গে জোট বেঁধে লড়েছিল উদ্ধবসেনা। গত তিন বছর ধরে মহারাষ্ট্রে বিভিন্ন পঞ্চায়েত ও পুরভোটেও স্থানীয় স্তরে জোট করেছে উদ্ধবের দল। তা হলে, মুম্বই পুরভোটে কেন ‘একলা চলো’ সিদ্ধান্ত? সঞ্জয় বলেন, ‘‘একটি জোটে আসন সমঝোতা করে লড়লে দলের কর্মীরা সুযোগ পান না। দলের সাংগঠনিক বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। তাই আমরা আমাদের শক্তি অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতা করব।’’

গত লোকসভা ভোটে কংগ্রেস-এনসিপি (শরদ)-এর সঙ্গে জোট বেঁধে লড়ে ভাল ফল করেছিল উদ্ধবসেনা। সে রাজ্যের ৪৮টি আসনের মধ্যে মহাবিকাশ আঘাড়ী জিতেছিল ৩০টিতে। বিজেপি-শিন্ডেসেনা-এনসিপি (অজিত)-এর ‘মহাজুটি’র ঝুলিতে গিয়েছিল মাত্র ১৭টি। কিন্তু নভেম্বরে বিধানসভা ভোটে শোচনীয় ভাবে পরাস্ত হয় বিরোধী জোট। এর পরেই উদ্ধবের দলের অন্দরে কংগ্রেসের সঙ্গ ছাড়ার জন্য দাবি উঠেছিল বলে দলের একটি সূত্র জানাচ্ছে। প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালে শেষ বার বিএমসির ভোট হয়েছিল। ২২৭টি ওয়ার্ডের মধ্যে ৮৪টিতে জিতে বৃহত্তম দল হয়েছিল উদ্ধবের নেতৃত্বাধীন অবিভক্ত শিবসেনা। ২০১৯ পর্যন্ত বিজেপি সমর্থনে পুরসভা চালালেও সে বছর বিধানসভা ভোটের পর এনডিএ ছেড়েছিলেন উদ্ধব। তার পর কংগ্রেস এবং এনসিপির সমর্থনে পুরসভা চালাচ্ছে তাঁর দল।

Advertisement
আরও পড়ুন