রিঙ্কু সিংহ। — ফাইল চিত্র।
ওয়াইড বল নিয়ে বোলারদের স্বাধীনতা দিতে পারে আইসিসি। ব্যাটারেরা যাতে অনৈতিক ভাবে ওয়াইড বল আদায় করে নিতে না পারেন, সে জন্য ব্যবস্থা নিতে পারে তারা। ব্যাটারদের প্রতি আরও কঠোর হওয়ার কথা বলেছেন আইসিসি-র ক্রিকেট কমিটির সদস্য শন পোলক।
সীমিত ওভারের ক্রিকেটে সামান্য নড়াচড়া করে অনেক ব্যাটারকেই ওয়াইড আদায় করে নিতে দেখা যায়। বোলারেরা অনেক সময়েই ব্যাটারদের লোভ দেখাতে পায়ের দিকে বল করেন। সামান্য সরে সেই ডেলিভারি থেকে ওয়াইড বল আদায় করতে পারেন ব্যাটারেরা।
পোলক বলেছেন, “একটা বিষয় নিয়ে কাজ করছি। আইসিসি-র ক্রিকেট কমিটির সদস্য হিসাবে আমরা বোলারদের ওয়াইড বল নিয়ে আরও স্বাধীনতা দিতে চাই। এখনকার নিয়ম খুবই কঠোর বলে আমার মত।”
কেন এখনকার নিয়ম কঠোর? পোলকের ব্যাখ্যা, “যদি শেষ মুহূর্তে কোনও ব্যাটার অন্য দিকে সরে যান, সেটা আমার কাছে মোটেই ভাল বিষয় নয়। একজন বোলারের জানা দরকার রান-আপ শুরু করার পর ও কোন জায়গায় বল করবে। যদি কোনও ব্যাটার সরে যায় এবং তার আগের অবস্থানের ভিত্তিতে বলটি ওয়াইড দেওয়া হয় তা হলে সেটা অন্যায়।”
৫১ বছরের অলরাউন্ডার জানিয়েছেন, বোলারদের পক্ষে শেষ মুহূর্তে পরিকল্পনা বদল করা মুশকিলের। তাঁর কথায়, “দৌড় শুরু করার সময়ে বোলারেরা জানে তারা কোথায় বল করবে। শেষ মুহূর্তে কী ভাবে তাদের পরিকল্পনা বদলে ফেলা সম্ভব? আপাতত এটা নিয়ে আলোচনা চলছে। এ বার সময় হয়েছে বোলারদেরও কিছু ফেরত দেওয়ার।”