Gold

জুতোয় লুকানো ছিল কোটি টাকার সোনা, তল্লাশি চালাতেই পর্দাফাঁস বিমানবন্দরে

দুবাই থেকে ফেরেন দুই যাত্রী। তাঁদের জুতোয় সোনা লুকানো ছিল। তল্লাশি অভিযানের সময়ই ওই সোনা উদ্ধার করা হয়।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ ২০:২৪
দুবাই থেকে সোনা নিয়ে ভারতে ঢোকেন দুই যাত্রী। তাঁদের গ্রেফতার করা হয়েছে।

দুবাই থেকে সোনা নিয়ে ভারতে ঢোকেন দুই যাত্রী। তাঁদের গ্রেফতার করা হয়েছে। ছবি সংগৃহীত।

জুতোয় সোনা লুকিয়ে রেখেছিলেন। এ ভাবেই দুবাই থেকে ভারতে আসেন দুই ব্যক্তি। তবে সোনা পাচারের আগেই পর্দাফাঁস হল। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুর বিমানবন্দরে।

Advertisement

তল্লাশি অভিযানের সময়ই দুই যাত্রীর জুতো থেকে বার করা হল লুকিয়ে রাখা সোনা। এক যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩ কেজি ৪৯৭ গ্রাম সোনা। অন্য যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৫৪ গ্রাম সোনা। মোট উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।

দুবাই থেকে জয়পুরে ফেরেন ওই ২ যাত্রী। তাঁদের গ্রেফতার করা হয়েছে। কোথায় ওই সোনা নিয়ে যাওয়া হচ্ছিল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। সেই সঙ্গে এই চক্রে আর কেউ জড়িত রয়েছে কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement
আরও পড়ুন