Malda Murder Case

মালদহে ঘুমন্ত দম্পতির উপর চাকু নিয়ে হামলা! মৃত্যু বাড়ির কর্তার, স্ত্রী আশঙ্কাজনক

স্থানীয় সূত্রের খবর, আক্রান্তদের নাম মোহাম্মদ জসিমউদ্দিন এবং শাহনাজ বিবি। হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুশলপুর গ্রামের বাসিন্দা তাঁরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৭:১০

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধ দম্পতিকে অস্ত্র দিয়ে কোপাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকার ঘটনা। শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বৃদ্ধের। আশঙ্কাজনক অবস্থা তাঁর স্ত্রীর। তাঁকে স্থানীয় হাসপাতাল থেকে স্থানান্তর করা হয়েছে মালদহ মেডিক্যাল কলেজে। ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

Advertisement

মাত্র নয় দিন আগে মালদহের ইংরেজবাজারে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারিয়েছেন তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার। ওই ঘটনায় জেলা তথা রাজ্য জুড়ে শোরগোল শুরু হয়েছে। তার মধ্যে বৃদ্ধ দম্পতির আক্রান্ত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন।

স্থানীয় সূত্রের খবর, আক্রান্তদের নাম মোহাম্মদ জসিমউদ্দিন এবং শাহনাজ বিবি। হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুশলপুর গ্রামের বাসিন্দা তাঁরা। শুক্রবার বাড়ির বারান্দার ঘুমিয়েছিলেন জসিমউদ্দিন এবং স্ত্রী। গভীর রাতে তাঁদের চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে গিয়েছিলেন। বাড়ির মধ্যে দু’জনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আশপাশে আর কাউকে পাওয়া যায়নি। খবর দেওয়া হয় পুলিশে।

পুলিশ সূত্রের খবর, স্থানীয়েরাই দু’জনকে উদ্ধার করে প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে দু’জনকে নিয়ে যাওয়া হয় চাঁচল মহকুমা হাসপাতালে। সেখানেই মোহাম্মদ জসিমউদ্দিনের মৃত্যু হয়। তাঁর স্ত্রীকে গুরুতর অবস্থায় মালদহ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে, তা এখনও অজানা। বাড়ির জিনিসপত্র কিছু খোয়া গিয়েছে কি না, দেখা হচ্ছে। গোটা ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। তবে আটক বা গ্রেফতারির কোনও খবর মেলেনি।

Advertisement
আরও পড়ুন